আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ
১.সুরা ফাতিহায় اِیَّاکَ نَعۡبُدُ وَاِیَّاکَ نَسۡتَعِیۡنُ ؕ এই আয়াতে اِیَّا তে তাশদীদ চিহ্ন আছে কিন্তু যদি এই তাশদীদ অনুযায়ী উচ্চারণ না করা হয় অর্থাৎ তাশদীদ হলে "ইয়য়া " এভাবে পড়তে হয় কিন্তু তাশদীদ বাদ দিয়ে পড়লে শুধু "ইয়া" হয়। এইভাবে উচ্চারণ করা হলে কি নামাজ ভেঙ্গে যাবে? এবং এতে কি গুনাহ হবে?
২.শরীরের কোনো অংশের(হাত, যৌনাঙ্গ, অন্ডকোষ) , কাপড়ের গন্ধ শুকলে রোজা কি ভেঙ্গে যায় ? এবং এতে কি গুনাহ হবে?
৩.যদি রোজা অবস্থায় মুখের দুর্গন্ধ আছে কিনা তা নির্ণয় এর জন্য যদি হাতের মধ্যে ফু দিয়ে বা বাতাস ছেড়ে যদি গন্ধ শুকা হয় তবে রোজা কি ভেঙ্গে যাবে?এবং এতে কি গুনাহ হবে?
৪.কোনো বালতির পানিতে যদি ঠান্ডা দুধের বোতল চুবিয়ে রাখা হয় দীর্ঘক্ষণ সেই বালতির পানিতে ওযু কি হবে ?
(ফজরের নামাজ -১৬ ই ফেব্রুয়ারি ২০২৫
৫.যিকর, তেলাওয়াত করতে কি নামাজের নিয়ত এর মত নিয়ত করতে হবে? যদি আমি যিকির, তিলাওয়াত এর নিয়ত না নিয়ে সুরা (তেলাওয়াতের জন্য) পড়লাম আর যিকির এর জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,আল্লাহু আকবার,আস্তাগফিরুল্লাহ ইত্যাদি পড়লাম তবে কি তা তিলাওয়াত ও যিকির বলে গণ্য হবে? এবং এক্ষেত্রে কি গুণাহ হবে?