আসসালামু আলাইকুম উস্তায
১) তিনবার তালাক /খোলার পর মেয়েদের ইদ্দতকাল পালন করতে হয় কি? আমার যেদিন তালাক/ খোলা হয় , সেইদিন ই অন্য জায়গায় আরেক পাত্রের সাথে আখত করানো হয়। এখন এই আখতের পর পাত্রের সাথে ভিডিও কলে কথা বলা কি জায়েজ হবে? আখত হয়েছে অর্থাৎ পাত্র-পাত্রী উভয়ে কবুল বলেছেন। কাবিন রেজিস্ট্রেশন হয়নি।
উল্লেখ্য: আখতের সময় এলাকার মসজিদের ইমাম সহ আরো আলেম বাসায় ছিলেন , উনাদের থেকে জেনে বুঝে আখত পড়ানো হয়েছে। ইমাম সাহেব আখত ও পড়িয়েছেন।
২) খোলা আর তালাকের মধ্যে পার্থক্য কতটুকু?
৩) আমার ডিভোর্স টা খোলা নাকি তালাক বুঝতে পারছিনা। আমার পক্ষ থেকে ডিভোর্স হয়েছে। ডিভোর্সের সময় বিচারক স্বামী কে তিনবার তালাক শব্দ উচ্চারণের কথা বলেছেন, স্বামী বলেছেন আর আমি শুনেছি। তিন তালাকে বায়েন ও পতিত হয়েছে। অতঃপর আমি সাইন করেছি। এভাবে ডিভোর্স হয়েছিল। এখন পাত্রের সাথে ভিডিও কলে কথা বলা বা এমন সম্পর্কিত বিষয় কি জায়েজ হবে?