আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। একটা মাসআলা জানার দরকার ছিলো - " একজন নারীর বিবাহের কিছুদিন পর স্বামীর নোংরা মানসিকতার কথা ও চারিত্রিক বৈশিষ্ট্যের কথা মাঝে মাঝেই স্বামী নিজেই স্ত্রীর কাছে প্রকাশ করে। এমনকি একটা বেপর্দা মেয়েকে রাস্তায় দেখলেও নজর হেফাজত করতে পারেনা, দেখে আসার পর স্ত্রীর কাছে বলে যে এমন কাজ করছি। স্ত্রীর সাথে কাটানো মুহূর্তেও তার আগের গার্লফ্রেন্ড এর প্রশংসা করে৷ অথচ আগে কারো সাথে কোনো সম্পর্ক ছিলো এসব বলেনি। আরও এমন অনেক কিছু। এমন নোংরা মানসিকতার লোকের সাথে মেয়েটার থাকার ইচ্ছে নাই, থাকলেও দ্বীনি ঝজবা, পরিবেশ, দ্বীনি ফিউচার প্ল্যান বা দ্বীন নিয়ে তার যে পরিকল্পনা সেটা কোনোভাবেই বাস্তবায়িত হবেনা। শান্তি তো পাবেনা, অস্বস্তিতে থাকতে হবে আজীবন। তাই সে তার ওই স্বামীকে ছেড়ে দিতে চাচ্ছে। তার কাছে তালাক চাচ্ছে বা তালাকের অনুমতি চাচ্ছে, কিন্তু স্বামী কিছুতেই ছাড়বেনা বা অনুমতি দিবেনা। এ ক্ষেত্রে করণীয় কি? ছেলের অনুমতি ছাড়া মেয়ের পক্ষ থেকে তালাক দিলে তো কার্যকর হবে না? বা কার্যকর হওয়ার কোনো মাসআলা আছে কি? একটু বিস্তারিত জানালে উপকৃত হবে ইনশা আল্লাহ।