ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)ইতিকাফ স্থল ত্যাগ করার দ্বারাই একমাত্র ইতিকাফ ফাসিদ হয়। সুতরাং কেউ যদি তাহাজ্জুদ থেকে ইশরাক পর্যন্ত নফল ইতিকাফ করার নিয়ত করে এবং বাদ ফজর লাইভ দারসে উস্তাযাকে রেসপন্স করে, তাহলে ইতিকাফ ফাসিদ হবে না এবং গুনাহও হবে না। জরুরত হলে দারসে রেসপন্স করা যাবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1322
আরো জানুন ://www.ifatwa.info/17520
(২) হায়িয অবস্থায় ইতিকাফের নিয়ত করা যাবে।
(৩) হায়িয/অপবিত্র অবস্থায় মাসজিদে যাওয়া নিষেধ। হায়িয অবস্থায় মসজিদের জায়নামাজে বসে থাকা যাবে না। হ্যা, ঘরের জায়নামাজে বসা যাবে, তবে জায়নামাজে যাতে কোনো নাপাকি না লাগে, সেদিকে দৃষ্টি দিতে হবে।
(৪) যদি কখনো ওযরের কারণে এলাকার মাসজিদের আযান মিস যায় এবং ফোন থেকে আযানের জবাব দেওয়া হয়, তাহলে আযান এবং ইকামতের মধ্যবর্তী দুয়া কবুলের যে সুযোগ থাকে, সেটা পাওয়া যেতে পারে। মুবাইল ফোনের আজান শ্রবণের পর জবাব প্রদান করার দ্বারা বাস্তব জবাবের মত মুস্তাহাব আদায় হবে না।