ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
বিয়ের পর যদি একবার দুখুল বা সহবাস হয়ে যায়, তাহলে পরবর্তীতে যখনই তালাক হবে, তখন ইদ্দত ওয়াজিব হবে। চায় মধ্যখানে অনেকেদিন যাবৎ উক্ত স্বামী স্ত্রীর সহবাস নাই হোক, তথা তালাকের পূর্ব যদি অনেকদিন যাবৎ সহবাস না হয়, তারপরও ইদ্দত ওয়াজিব হবে। হ্যা প্রথমবার সহবাসের পূর্বে তালাক হলে তখন ইদ্দত ওয়াজিব হয় না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/95227
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনারর সামীর সাথে যদিও দীর্ঘ ৭মাস যাবৎ কোনো যোগাযোগ নাই। এখন স্বামীর সাথে তালাক হলে ও আপনাকে ইদ্দত পালন করতে হবে। ইদ্দত পালন না করে বিয়ে করলে সেই বিয়ে গ্রহণযোগ্য হবে না।
স্ত্রী কখনো স্বামীকে তালাক দিতে পারে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4506