আসসালামু আলাইকুম। সম্মাণিত শাইখ।
একজন ব্যক্তির রিজিকের জন্য মেহনত করতে হচ্ছে।বাড়িতে বয়স্ক বাবা-মা আছে।তাই তার হয়ে প্রশ্ন:
১)সে যদি রিজিকের তাগিদে, বাবা-মা কে সহযোগীতা করার সময় বের করার জন্য শুধুমাত্র নামাযের ফরয অংশটুকু আদায় করে,এতে কি আল্লহ নারাজ হবে?বাবা-মার কাজ করতে কষ্ট হয়(তবে, তাদের সাথে না করলেও করতে পারে,কিন্ত করলে তাদের ইহসান হয়;খাদেমা রাখার সামর্থ নেই)
২) সহজ আমল চাই চাই, যার মাধ্যমে আল্লহ জীবন সহজ,বারাকাহ, কল্যাণকর রিজিকে ভরপুর দিবেন?দরুদ নাকি ইস্তেগফার?
★★★ দুটির ই অনেক ফযিলত শুনেছি, একটা আমল চাই যেন সারাক্ষণ মনে মনে সেটাই করতে পারি)দুটো একসাথে করতে গেলে কোনটাই হয় না।একটাই জানতে চাই যার মাধ্যমে আল্লহ ভাগ্য সুপ্রসন্ন করবে,মানুষের দুয়ারে রিজিকের জন্য অপমানিত হতে হবে না,রহমত নাজিল হবে।★★★
৩)কোনধরনের নেক কাজ আল্লহর রাগ পানি করে দেয়,রহমত বয়ে আনে জীবনে?
৪)সদাকা যদি পারিবারিক খরচে ব্যয় করি,সদাকা হিসেবে গণ্য হবে?পিতা-মাতা,ভাই বোন?