আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
46 views
in সালাত(Prayer) by (27 points)
আসসালামু আলাইকুম। সম্মাণিত শাইখ।

একজন ব্যক্তির রিজিকের জন্য মেহনত করতে হচ্ছে।বাড়িতে বয়স্ক বাবা-মা আছে।তাই তার হয়ে প্রশ্ন:
১)সে যদি রিজিকের তাগিদে, বাবা-মা কে সহযোগীতা করার সময় বের করার জন্য শুধুমাত্র নামাযের ফরয অংশটুকু আদায় করে,এতে কি আল্লহ নারাজ হবে?বাবা-মার কাজ করতে কষ্ট হয়(তবে, তাদের সাথে না করলেও করতে পারে,কিন্ত করলে তাদের ইহসান হয়;খাদেমা রাখার সামর্থ নেই)

২) সহজ আমল চাই চাই, যার মাধ্যমে আল্লহ জীবন সহজ,বারাকাহ, কল্যাণকর রিজিকে ভরপুর দিবেন?দরুদ নাকি ইস্তেগফার?

★★★ দুটির ই অনেক ফযিলত শুনেছি, একটা আমল চাই  যেন সারাক্ষণ মনে মনে  সেটাই করতে পারি)দুটো একসাথে করতে গেলে কোনটাই হয় না।একটাই জানতে চাই যার মাধ্যমে আল্লহ ভাগ্য সুপ্রসন্ন করবে,মানুষের দুয়ারে রিজিকের জন্য অপমানিত হতে হবে না,রহমত নাজিল হবে।★★★

৩)কোনধরনের নেক কাজ আল্লহর রাগ পানি করে দেয়,রহমত বয়ে আনে জীবনে?

৪)সদাকা যদি পারিবারিক খরচে ব্যয় করি,সদাকা হিসেবে গণ্য হবে?পিতা-মাতা,ভাই বোন?

1 Answer

0 votes
by (619,740 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সুন্নত কাকে বলে?
সুন্নতে মুআক্কাদা বলা হয়, যে আমলকে রাসূল সাঃ ইবাদত হিসেবে পাবন্দীর সাথে করেছেন। কখনো ওজর ছাড়া ছেড়ে দিয়েছেন বা নিজেতো ছাড়েননি কিন্তু যে ছেড়ে দিয়েছে তাকে ভর্ৎসনা করেননি। এরকম আমলকে সুন্নতে মুআক্কাদা বলা হয়। {আততাআরিফাতুল ফিক্বহিয়্যাহ-৩২৮, আলমুজিজ ফি উসুলিল ফিক্বহ-৪৩৯-৪০}সুন্নতে মুআক্কাদা ওয়াজিবের মতই।সুন্নত অস্বিকারকারী ফাসিক এবং গোনাহগার হয়। কিন্তু তাচ্ছিল্য করে অস্বিকার করলে কাফির হয়ে যায়। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/400

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) মাতাপিতার খেদমত করবেন। তবে ফরয, ওয়াজিব ও সুন্নতে মুওয়াক্কাদা নামাযকে পরিত্যাগ করা যাবেনা। হ্যা, নফল নামায না পড়ে মাতামিতার খেদমত করবের।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1722
আরো জানুন://www.ifatwa.info/1707

(২) দুরুদ ইস্তেগফার উভয়টিই করবেন।

(৩) সদকাহ আল্লাহর রাগকে ঠান্ডা করে দেয়।

(৪) জ্বী, পারিবারিক খরচে যদি সদকাহ তথা নফল দান ব্যয় করা হয়, তাহলে সেটাও  সদাকা হিসেবে গণ্য হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...