Assalamualaikum .
শায়েখ ওলি উল্লাহ হুজুর আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ, আপনি বিরক্ত না আমাকে অনেক সাহায্য করেছেন । শায়েখ আজকে আমি একটা স্বপ্ন এর ব্যাক্ষ জানতে চাইছি ।
১. ছয় সাত মাস আগে আমি স্বপ্নে আমার প্রিয় নবীর সা: এর দেখা পেয়েছিলাম যা আমি আপনাদের কাছে প্রশ্ন তে তুলে ধরেছিলাম। গত কাল সকাল ৭ থেকে ৮ নাগাদ আমি একটা স্বপ্ন দেখি স্বপ্ন টা আমার অস্পষ্ট মনে আছে । স্বপ্ন টা এমন ছিল আমাকে কেউ একজন বলল তুমি কি আমাদের নবী সাঃ কে দেখতে চাও? এই কথা শুনে আমি ভীষন পরিমাণে ইমোশন হয়ে পড়ি, সেই ব্যক্তি আমাকে নিয়ে গেলো একটা নদীর কাছে মনে পড়ছে না নদী টা কিভাবে পার হলাম , কিন্তু এটা ঠিক আমি খুব সহজে নদী টা পার হয়ে গেলাম । তার পর নিয়ে গিয়ে আমাকে বলল এই দেখো তোমার নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ।
ওলি উল্লাহ হুজুর আমি আল্লাহর খুব পাপী বান্দা , আমি নবীজী কে দেখলাম সঙ্গে সঙ্গে সালাম দিলাম ভয় হলো সালাম ঠিক করে দিতে পারবো কিনা কি করব বুঝতে না পেরে assalamylakum bollam এবং নিজেকে সামলাতে না পেরে কাদতে লাগলাম হাও মাও করে। নবীজী সাঃ চলে গেলেন , তখন আমি লক্ষ্য করলাম নবীজী কে দেখতে খুব দূর্বল প্রকৃতির এবং হালকা শরীর ।
স্বপ্নে আমার মনে হতে লাগলো আমার নবী সাঃ ত আলোক ময় চেহেরা তাহলে আমি এমন দেখলাম কেনো??????? এই প্রশ্নের উত্তর পেলাম না তখন একজন বলল এটা আমাদের নবী না চলো তোমাকে আবার দেখাচ্ছি এবার আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আমি কিছু পাপ কাজ করেছি যার জন্য আল্লাহর কাছে খুব পরিমাণে তওবা করেছি কিন্তু নিজেকে খুব খারাপ লাগে নিজেকে নিজের কাছে খুব পাপী মনে হয়, তার পর আমাকে নিয়ে জাওয়ার যখন ই আমি নবীজী কে দেখলাম খুব ভালো স্বাস্থ্য এবং সুন্দর একজন কে দেখলাম এবং তখন ও আমার মনে হলো আমি তো পাপি বান্দা আমার নবীর সা: এর সামনে দাড়িয়ে আছি আমি এত পাপী তবু ও । এইভেবে আমার মন খারাপ হয়ে যায়। তার পর আবারও মনে হয় চেহেরা ত আলোক মই ছিল না। আবার মনে হলো নবীজী কি আমার ওপর অসন্তুষ্ট যে আমার সাতে কথা বলল না, বা আবার আমিও কিছু বলতে পারলাম না।
তার পর স্বপ্ন টা ভেঙে যায়।
আমি কি সত্যি আবারও নবীজী সাঃ কে দেখেছি ?? আর একবার দূর্বল একবার সবল দেখলাম এর কারণ কি?
****আমি কয়েক মাস থেকে নিজের কাজ ও অলসতার কারণে দ্বীনের ফরজ কাজের ওপর প্রচণ্ড গাফিলতি পড়েছে।