1. আমার দাত এ সিল করা ছিল ওগুলো নষ্ট হয়ে যাবার কারণে দাত ব্যথা হয় কিন্তু কয়েকদিন পরই রোজায় যেহেতু বাসায় যাব এজন্য বাসায় বলি যে বাড়ি গেলেই ডাক্তার এর কাছে যাব এক এক যায়ওয়ার ইচ্ছা নয় । তো এটা আমার ওয়াইফ আমার শাশুড়ি কে বলছে । পরে এটা শুনে আমার শশুর আমাকে কল দিয়ে বলে বাবা তুমি যেহেতু ঢাকায় ই আছ তাহলে তোমার অঙ্কেল (আমার চাচা শশুর )এর চেম্বারে যাও , আমি যাব না জন্য প্রথমে বললাম ক্লাস আছে পরে বলে ক্লাস শেষ এ যাও । উনাকে তো আর না করা যায় না পরে গিয়েছি এবং ট্রিটমেন্ট নিয়েছি ।
এটা কি যৌতুক বা এরকম কিছুর মাঝে পড়বে নাকি ?
আমার শশুর ডাক্তার এবং চাচা শশুর দাতের ডাক্তার তো অনিচ্ছাস্বরতেও এভাবে তাদের কাছে চিকিৎসা নেয়া কি যৌতুক বা এমন কিছুর মাঝে পড়বে ?
2 । কোন এক কথার প্রসঙ্গে আমার ওয়াইফ আমাকে জিজ্ঞেস করে আমি একাধিক বিয়ে করব কি না , আমি উত্তর না দিয়ে চুপচাপ থাকি বলি ছেলেদের তো 4 টা বিয়ে জায়েজ আছে । এটা বলায় সে কান্না শুরু করে দেয় , সে বার বার এটা জানতে চায় আমি হ্যা না কিছু বলি না কিন্তু উনি ক্লিয়ার হ্যা বা না শুনতে চায় । আমি জানি হ্যা বললে তার অবস্থা কি হবে । আমি কি তাকে বলতে পারি যে না একাধিক বিয়ে করব না কিন্তু পরবর্তীতে যদি সেরকম হয় যে আমার চরিত্র হেফাজত সুন্নাহ পালন এর জন্য আমি ক্যাপবল তখন যদি বিয়ে করতে চাই তাহলে সেটা কি কথার খেলাপ হবে ?
আমার শাশুড়ি ও মাঝে মাঝে এই বিষয়ে কথা বলেন তাকেও আমি হ্যা না কোন ক্লিয়ার উত্তর দেই না কেননা আমি তো ভবিশশত জানি না যে , দেখা গেল আমি এখন বলতেছি করব না পরবর্তীতে তে যদি প্রয়োজন বোধ করি তাহলে তো কথার খেলাপ হয়ে যাবে ।
আমার স্ত্রী এবং শাশুড়ি উভয়ই দ্বীন মানার চেষ্টা করেন , বিশেষ করে আমার শাশুড়ি মাদরসা ব্যাকগ্রাউন্ড এ ছিলেন বলা যায় সকল বিষয় ই মানেন বা চেষ্টা করেন এই বিষয়টা আমি কিভাবে ডিল করব ?