আসসালামু আলাইকুম। এটা ওসওয়াসার সমস্যা না। দয়া করে আমাকে জানাবেন। মা বাবা নিয়ে প্রশ্ন।
ছোট বেলায় একবার আমি আর আমার আব্বু -আম্মু আমাদের দিকে একটা পাগলা মৌলবীর বাড়ি যাই। উনি মারা যাওয়ার পরে অনেকেই উনার বাড়িতে যেয়ে নামাজ পড়তো। অনেক ধার্মিক লোক ছিল। কোনো মানুষ এর কিছু হারায় গেলে উনি বলে দিত, মানুষ তার কাছে অনেক সমস্যার জন্য যাইতো।
এখন আমার মা সেখানে গিয়ে একটা ঘরে নামাজ পড়েছিল। উনার কবরের সামনে না। আম্মু বলতেছে উনার কবর টা নাকি বাইরে ছিল। নামাজ পড়ছে একটা ঘরের ভিতর। আমি আর আমার বাবা বাইরে দাঁড়ানো ছিলাম। আমি যখন বুঝার পরে জানতে পারি যে, এগুলা শিরক। তখন আমার মা কে আমি জিজ্ঞেস করি যে, তুমি সেখানে গিয়ে কেন নামাজ পড়ছিলা? আমার মা এমনিতে পরহেজগার। নামাজ পড়েন, পর্দা করেন। সারাদিন সময় পেলেই আল্লাহর কাজ করেন। আমার মা কে যখন জিজ্ঞেস করি সেখানে গিয়ে কেন নামাজ পড়েছিল, তখন আমার মা বলে যে, """""""সেই পাগলা মৌলবী উনি অনেক ভালো লোক ছিল, উনার ওসিলাতে আমাদের যদি আল্লাহ মাফ করে দেন। আমি যেয়ে উনার জন্য নামাজ পড়ি নাই, আমি আল্লাহর জন্যই নামাজ পড়ছি""""।
পরে আমি আম্মুকে বলছি যে, কিছু জিনিস আছে যেগুলা করলে শিরক হয়। আমার তো টেনশন হইতেছে তোমার আর আব্বুর বিবাহিত জীবন ঠিক আছে কিনা। তখন আম্মু বলতেছে আবার যে, *****আমি তো না জেনে এটা করছি। আল্লাহর কাছে এখনই মাফ চেয়ে ফেলবো, আর না জেনে ভুল করলে আল্লাহ মাফ করে দিবেন ইন শা আল্লাহ। এখন থেকে আর এসব করবো না। আর এটার জন্য তোমার আব্বুর সাথে বিয়েতে সমস্যা হবে আমার মনে হয় না*****
প্রশ্ন হলো :-
১) আমার আম্মু কি এটা শিরক করেছে? আম্মু না জেনে নামাজ পড়েছে সেখানে। কারন আগে কি কি কারনে শিরক হয় মানুষ জানতো ই না।
২)আম্মু যে বললো, ***এটার জন্য তোমার আব্বুর সাথে আমার বিয়েতে কিছু হবে বলে আমার মনে হয় না*** এই কথা বলার কারনে কি বিবাহিত জীবনে কোনো সমস্যা হবে?
২) উপরের কাজের জন্য কি আম্মু আব্বুর বিবাহিত জীবনে সমস্যা হবে?