একজন সাহাবী ছিলেন, যার একটা মাত্র দাড়ি ছিলো। মহানবী সাঃ তার সাথে দেখা হইলে দাড়ির দিকে তাকাতেন এর হাসতেন। এটা দেখে সাহাবী ভাবশীল, এমনিই হয়তো হাসতেসে।
এক সময় সাহাবী সেই দাড়ি কেটে ফেলে। এরপর সে নবীর সামনে গেলে নবী তার সাথে কথা বলা বন্ধ করে।
এরপর একদিন নবী সা বলেন, আমি তো এইজন্য হাসতাম যে, ওই দাড়ি তে ফেরেশতা জিকির করতো
এরকম কোনো কাহিনী বর্ণিত আছে কি?