আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
22 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (2 points)
একজনের দাদা পীর ছিলেন ৷ পরে উনার বাবা পীর হন। এখন উনার চাচা পীরের দায়িত্ব পালন করেন। উনাদের এখানে প্রতিবছর তিনদিন ধরে ওয়াজ,মাহফিল হয়। আর মুরিদের অনেকে লংগরখানায় মানত করে সিন্নি দেয়। সকল সিন্নি সকলে খায়। তারা বলে, মাজারে মানত করে না ; লংগরখানায় করে।
মাজার আর লংগরখানা র মধ্যে পার্থক্য কী ? লংগরখানায় মানত করা যাবে ??

1 Answer

0 votes
by (616,950 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মাজার অর্থ কবর জিয়ারতের স্থান। অর্থাৎ পীর মাশায়েখদের কবর যেখানে লোকজন গিয়ে জিয়ারত করে থাকে। আর লংগরখানা অর্থ,
গরিব লোকদের যেখানে বিনামূল্যে খাদ্য পরিবেশন করা হয়।

যদি কেউ লংগরখানার নামে মান্নত করে, এবং আল্লাহকে রাজী ও খুশী করা উদ্দেশ্য থাকে, তাহলে সেই মান্নতে কোনো অসুবিধা হবে না। কিন্তু এই মান্নত যেকোনো জায়গায় দেয়া যাবে । তবে যদি আল্লাহকে রাজী ও সন্তুষ্ট করা উদ্দেশ্য না হয়, তাহলে এমন মান্নত বৈধ হবে না।

قال الحصکفی : واعلم أن النذر الذي يقع للأموات من أكثر العوام وما يؤخذ من الدراهم والشمع والزيت ونحوها إلى ضرائح الأولياء الكرام تقربا إليهم فهو بالإجماع باطل وحرام ما لم يقصدوا صرفها لفقراء الأنام وقد ابتلي الناس بذلك، ولا سيما في هذه الأعصار وقد بسطه العلامة قاسم في شرح درر البحار۔قال ابن عابدین: (قوله تقربا إليهم) كأن يقول يا سيدي فلان إن رد غائبي أو عوفي مريضي أو قضيت حاجتي فلك من الذهب أو الفضة أو من الطعام أو الشمع أو الزيت كذا بحر (قوله باطل وحرام) لوجوه: منها أنه نذر لمخلوق والنذر للمخلوق لا يجوز لأنه عبادة والعبادة لا تكون لمخلوق. ومنها أن المنذور له ميت والميت لا يملك.ومنه أنه إن ظن أن الميت يتصرف في الأمور دون الله تعالى واعتقاده ذلك كفر۔( الدر المختار مع رد المحتار: ۲/۴۳۹،دار الفکر، بیروت، جواہرالفقہ: ۶/۲۳۷، رسالہ توضیح کلام أھل اللہ فیما أھل بہ لغیر اللہ ، زکریا،دیوبند )


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...