মিলাদ অর্থ হল,জন্ম। মিলাদ মাহফিল মানে জন্ম উপলক্ষে মাহফিল বা অনুষ্টান। সুতরাং মিলাদ নামে কোনো অনুষ্টানের বৈধতা শরীয়তে নাই।হ্যা বিভিন্ন সময় ওয়াজ নসিহত ও দ্বীনী আলোচনার আয়োজন করা যেতে পারে।
নতুন দোকান বা ব্যবসা প্রতিষ্টান শুরু করার সময়ে মিলাদ মাহফিলের আয়োজন করা বা দ্বীনী আলোচনার মাহফিলকে জরুরী মনে করা বিদ'আত। কেননা এমন কোনো নিয়ম রাসূলুল্লাহ সাঃ এর যুগে ছিল না।
হযরত আয়েশা রাযি থেকে বর্ণিত
عن أمِّ المؤمنين أم عبدالله عائشةَ رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: ((من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رَدٌّ))؛ [رواه البخاري ومسلم]، وفي رواية لمسلم: ((من عمِل عملًا ليس عليه أمرنا فهو رَدٌّ)).
মর্মার্থ-রাসূলুল্লাহ সাঃ বলেন,যে ব্যক্তি দ্বীনে ইসলামে নতুন কিছুকে আবিস্কার করবে,যা আমাদের শরীয়তে নাই।এসবই হল পরিত্যাজ্য।(বোখারী-মুসলিম)
তবে যেহেতু দোকান নতুন খোলা হচ্ছে,তাই রহমত ও বরকতের নিয়তে দ্বীনী আলোচনা ও দু'আ দুরুদের মাধ্যমে দোকানের সূচনা করা যেতে পারে।তবে মিলাদ মাহফিল কখনো করা যাবে না।
প্রত্যেক ভালো কাজ আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করা ।
হাদীস শরীফে এসেছে-
عن أبي هريرة قال قال رسول الله صلي الله عليه و سلم كلُّ أمرٍ ذي بالٍ لا يُبدَأُ فيه بحمدِ اللهِ أقطَعُ
আবু হুরায়রা রা. থেকে বর্ণিত। মহানবী রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রত্যেক ভালো কাজের শুরুতে যদি আল্লাহর প্রশংসা দ্বারা শুরু হয় না, তা হলে তা অসম্পূর্ণ থেকে যায়।’ (সহীহ ইবনে হিব্বান ২)
https://www.ifatwa.info/25323/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ-
প্রত্যেক ভালো কাজ ‘বিসমিল্লাহ’ দিয়ে শুরু করা ।
হাদীস শরীফে এসেছে-
[عن أبي هريرة:] قال قال رسول الله صلي الله عليه و سلم كلُّ أمرٍ ذي بالٍ لا يُبدأُ فيه ببسمِ اللهِ الرحمنِ الرحيمِ أقطعُ
আবু হুরায়রা রা. থেকে বর্ণিত। মহানবী রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রত্যেক ভালো কাজের শুরুতে যদি ‘বিসমিল্লাহ’ বলা না হয়, তা হলে তা অসম্পূর্ণ থেকে যায়।’
তাখরীজুল কাশশাফ ১/২৪)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন,
জরুরী মনে না করে,রহমত ও বরকতের নিয়তে প্রশ্নে উল্লেখিত আপুর দ্বারা দু'আ কালামের নতুন হোস্টেলে থাকার সুচনা করা যেতে পারে।
তবে মিলাদ মাহফিল দ্বারা যেই এক বিশেষ পদ্ধতি আমাদের সমাজে প্রচলিত, সেটি করা যাবে না।
জরুরী মনে না করে,রহমত ও বরকতের নিয়তে নেককার লোকের দ্বারা দু'আ দুরুদ ও দ্বীনী আলোচনার মাধ্যমে বাসা-বাড়ীর সুচনা করা যেতে পারে।