//trade এর মাধ্যমে কি টাকা ইনকাম করা যাবে ট্রেড এর অনেক ধরন আছে spot trade,future trade,colourful trade আমি যেতটুকু জানি spot trade করা যাবে তো আমি যদি ট্রেড করি spot এর এইটা কি জায়েজ হবে ❓❓
//dropshipping এর মাধ্যমে কি ইনকাম করা জায়েজ❓❓
//কেউ যদি বিয়ে,বিবাহ,biye, marriage এই বাক্যগুলার মধ্যে যেকোন বাক্য লেখে বা সব বাক্যই লেখে একটার পর একটা করে আর লেখার সময় বা লেখার আগে থেকেই মনে যদি তালা''' এর চিন্তা ভাবনা বা যদি নিয়ত ও থাকে এতে কি ওই ব্যক্তির এখন এর বিবাহিত জীবন এ কোন সমস্যা হবে এবং আরো মনে করেন যদি মনে মুয়াল্লাক তালা''' এর চিন্তা ভাবনা বা আল্লাহ না করুক যদি নিয়ত ও থাকে এতে কি ওই ব্যক্তি যদি ভবিষ্যৎ এ আবার বিবাহ করে তখন এর বিবাহ তে কি কোন সমস্যা হবে বিবাহ/বিয়ে করলে নাকি বিবাহ করতে পারবে কোন সমস্যা হবে না ❓❓
আশা করি আমার সব প্রশ্নের জবাব দিবেন সম্মানিত উস্তাদরা
আমার যতটুকু মনে ছিলো আশা করি আমার প্রশ্ন গুলা বলার বলসি আর কিছুবার বা ২/৩ বার হবে এডিট ও করি তো অনুরোধ জবাব দিবেন আমার সব প্রশ্ন গুলার ভালো ভাবে পড়ে।
জাযাকাল্লাহ খায়ের।