আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ উস্তায,
আমার বান্ধবী দুইবছর আগে একবার ঝগড়ার সময় তার জাওজকে বলে যে, "আমাকে তালাকের অধিকার দাও৷" তখন তার জাওজ বলে, "আমি অনুমতি দিলাম।" এরপর সে দুইবার তালাক গ্রহণ করে। এখন সাপ্তাহখানেক আগে আবার ঝগড়ার সময় সে তার জাওজকে বলে তালাক দিতে। তিনি বলেন- "আমি দিবো না।" তারপর সে বলে- "তাহলে আমাকে অনুমতি দাও।" পরে তিনি বলেন- "তোমার তো অনুমতি দেয়াই আছে।" অথবা বলেছেন- "অনুমতি দিলাম।" এটা শুনে আমার বান্ধবী আরও দুইবার বলেছে, "আমি তালাক গ্রহণ করলাম, আমি তালাক গ্রহণ করলাম"।
এখন কি তালাক হয়ে গেছে উস্তায?? দুইবছর আগে সে শিওর দুইবার তালাক গ্রহণ করেছিলো অনুমতি নিয়ে। এবার অনুমতি নেয়া হয়েছে কি-না তা আমার বান্ধবী শিওর না। এখন তার জাওজ এবং তার, তাদের দুজনেরই মনে পড়ছে না যে এবার তিনি অনুমতি দিয়েছেন কিনা। ❝তোমার তো অনুমতি দেয়াই আছে (দুইবছর আগের অনুমতিকে ইঙ্গিত করে)❞ অথবা ❝অনুমতি দিলাম❞ এই দুটি বাক্যের মধ্যে কোনটি এবার ঝগড়ার সময় বলেছে তা দুজনে ভুলে গেছে। তবে এ দুটি বাক্যের মাঝে একটি শিওর বলেছে। যেটাই বলুক, তাতে কি তালাক হয়ে গেছে পুরোপুরি?? নাকি কনফিউশান থাকলে তালাক হয়না?? আর এক মজলিস মানে কতটুকু সময়? এবার ঝগড়ার সময় তাদের বর্ণিত অনুমতি নেয়ার পাঁচ মিনিট পরে আমার বান্ধবী নিজের উপর তালাক গ্রহণ করেছে। এই পাঁচ মিনিটের মধ্যে সে উনার পাশে থেকে উঠে গিয়ে ড্রেসিং টেবিল পর্যন্ত গিয়েছে। এটা কি একই মজলিস ধরা হবে উস্তায??
সব মিলিয়ে এটা কি তালাক হয়ে গেছে??
দয়া করে উত্তরটি দিলে মুনাসিব হয়।