আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহী ওয়া বারকাতুহ্।
আমার বাবার ফ্যামিলি এবং স্বামি আর্থিক ভাবে সচ্ছল আলাহদুলিল্লাহ।এতোদিন iom আলিম কোর্স কমপ্লিট করেছি পুওর ফান্ডে ।এখন দাওরা হাদিসে ভর্তি হয়েছি স্বামিকে না জানিয়ে কেননা আল্লাহর কালাম বুঝার জন্য আমি দাওরায় ভর্তি হই।
দাওরাতে কিতাব কেনা লাগবে আমার সেই সামর্থ নাই স্বামি বাবা তারা পড়ার ব্যপারে নিষেধ আমি সংসারের দায়িত্ব শেষে নিজের অবশর টাইম এইখানে ব্যয় করি ।চুরি করে পড়ি তারা জানেনা তাদের কাছে টাকাও চাই না ।
আমার প্রশ্ন হলো দাওয়ায় হাদিসের জন্য যে কিতাব কেনা লাগবে কারো কাছ থেকে সাদকায়ে জারিয়ার উদ্দ্যেশ্যে টাকা নিয়ে কিতাব কিনতে পারবো?