আসসালামু আলাইকুম। কিভাবে কথায় কথায় বিয়ে হয়ে যায় আমি জানতাম না। আমি অবিবাহিত। আমাকে দয়া করে এই প্রশ্নের উত্তর গুলো দিবেন পয়েন্ট করে। তাই একবারে সব লিখে দিলাম। আপনাদের কাছে উত্তর পেলে মনে ভরসা লাগবে ইন শা আল্লাহ।
আমার একটা হারাম রিলেশন ছিল। এখন সেটা নাই। আমি আল্লাহর পথে আছি আর মন থেকে অনুতপ্ত। তো হারাম রিলেশন থাকা কালীন একদিন----
১) যখন রিলেশন ছিল তখন আমি মেয়েকে আমি একটা আংটি পড়িয়ে দিয়েছিলাম হাতে। আর বলেছিলাম এখন কমদামি আংটি দিচ্ছি, বিয়েতে ভালো আংটি দিবো। কোনো ইজাব কবুল করিনি। আর আমাদের এসব কথা আসে পাশে কেউ শুনে নি। একটু দুরে মানুষ ছিল। এখন এই আংটি পড়িয়ে দেয়ার কারনে কি বিয়ে হয়ে যাবে?
২) রিলেশন এর ১ বছর যখন হয়েছিল, একদিন একটা রেস্টুরেন্টে যেয়ে একটা কেক কেটেছিলাম। আমার এক্স গার্লফ্রেন্ডের সাথে তার একটা মেয়ে বান্ধুবী ছিল। কেক এর উপরে লিখা ছিল "হ্যাপি ফার্স্ট এনিভার্সারি"। এখন আমরা কেক কাটার সময় সেই মেয়ে বানধবী বলতেছিল " হ্যাপি ফার্স্ট ম্যারেজ এনিভার্সারি" আর সাথে একটা লোক দাঁড়ায় ছিল রেস্টুরেন্টের। দেখতেছে আমাদের এসব। আসে পাশের লোক দেখেছে কিনা মনে নাই। কারন মনে বিয়ের নিয়ত ছিল না। আর আমি আর আমার এক্স জিএফ বিয়ে করবো বা করতেছি এমন কিছু বলেছি বলে মনে পড়ে না। আর সেই মেয়ে বান্দুবী ও বলেছে আমরা বিয়ে নিয়ে কিছু বলি নি। এখন সেই বান্ধুবী যে কেক কাটার সময় " হ্যাপি ফার্স্ট ম্যারেজ এনিভার্সারি" বললো, রেস্টুরেন্টের একটা লোক শুনলো, এই ম্যারেজ বলার কারনে কি বিয়ে হয়ে যাবে? --(যেহেতু ম্যারেজ এনিভার্সারি মানে বিবাহ বার্ষিকি)। বা যদি আসে পাশের আরো লোক শুনে তাহলে কি বিয়ের মত কিছু হয়ে যাবে এই কথার কারনে?
৩) এক্স জিএফ আমাকে একটা কার্ড গিফট করেছিল। সেখানে লিখা ছিল "তুমি আমার জামাই, আমি তোমার বউ। "আমার জামাই" বলে আমাকে অনেক কিছু লিখেছিল। জামাই বলে বলে অনেক কিছু লিখেছিল। আর এই কার্ড এর এসব লিখা আমার বন্ধুরা পড়েছিল। তো " আমার জামাই, আমরা জামাই বউ" এসব লিখা আমার বন্ধুরা পড়ার কারনে কি তারা সাক্ষি হয়ে আমাদের বিয়ে হয়ে যাবে?
৪) রিলেশন চলাকালীন সময়ে মেসেঞ্জার এ তার নাম সেট করে রেখেছিলাম " বউ ( bou) " দিয়ে। এক্স জিএফ ও আমার নাম সেট করে রেখেছিল "জামাই( husband) দিয়ে। তো এগুলো আমার বন্ধুরা আমার মোবাইল দেখলে বলতো যে, "তর বউ ম্যাসেজ দিয়েছে"। বউ নাম দিয়েছিলাম সেটা আমার বন্ধুরা দেখেছিল। এভাবে কি তারা সাক্ষী হয়ে আমাদের বিয়ে হয়ে যাবে?
৫) - যেহেতু রিলেশন অনেক আগে ছিল। আরো ৪-৫ বছর আগে। না বুঝে অনেক কিছু করেছিলাম। কিন্তু কোনো দিন কারো সামনে সাক্ষী রেখে কিছু করি নাই। এটুকু আমার মনে আছে। আমার এক বন্দুর সাথে রেস্টুরেন্টে গিয়েছিলাম। সাথে তার জিএফ, আর আমার এক্স জিএফও ছিল। ৪ জন একসাথে রেস্টুরেন্টে খেয়েছিলাম। আমার বন্ধু ট্রিট দিয়েছিল। আমি সেদিন ইজাব কবুল এর মত কিছু বলেছিলাম কিনা আমার বন্ধুকে জিজ্ঞেস করলে বলে যে, এমন কিছু বলি নি। আর আমারো মনে পড়ে না কিছু বলেছিলাম কিনা। এখন আমি কি বন্ধুর কথা মেনে নিব? আর যেহেতু আমারো মনে পড়ছে না, তাই কোনো সন্দেহ না করে কি অন্য মেয়ে বিয়ে করতে পারবো ইন শা আল্লাহ?
-বড় হয়ে গেলো একবারে লিখতে গিয়ে। দয়া করে একটু পয়েন্ট করে উত্তর দিবেন হুজুর। অনেক অশান্তি তে আছি। আপনার এই ভাইয়ের উপর দয়া করুন।