স্বামীর বাপ নাই, তবে মা, বড় ভাই (বেকার) , বড় বোন (৩ বাচ্চা সহ বাপের বাড়ী থাকে) আছে। এবং পরিবারের সম্পূর্ণ ভরণ পোষণ আমার স্বামী করে। তাই আমার পিছে কোনো টাকা ভাঙ্গে না। আমার ভরণ পোষণ আমার বাপ এবং আমি টিউশন করে চালাই। উল্লেখ্য, আমার স্বামী আমাকে চাকুরী করতে দিবে না, কিন্তু টাকা ও দিবে না। তার মতে, জান্নাত পেতে হলে কষ্ট করে চলতে হবে। সে আমাকে ফ্রী তে কোনো টাকা দেয়না, তার অফিস এর কাজ করে দিলে তার বিনিময়ে কিছু টাকা দেয়। আমি ঢাকার স্বনামধন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভালো সিজিপিএ নিয়ে পড়তেছি। আমি চাই আমার বাপ মার পাশে দাঁড়াতে,আর সেজন্য আমার চাকুরী প্রয়োজন।