আসসালামু আলাইকুম। আমার বয়স 23। তিন বছর ধরে আমার পরিবার আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু কোনোভাবেই তা সম্ভব হচ্ছেনা। আমার আব্বু আর মামা চাচ্ছেন, আমি যেন প্রবাসী কাউকে বিয়ে করি। তাই প্রবাসী কোনো সমন্ধ আসলে তারা রাজি হয়ে যান কোনো প্রকার যাচাই না করেই। কিন্তু আমার মানসিক শান্তি তো দ্বীনদারিতার মধ্যে । আমি চাচ্ছিলাম এমন কেউ আসুক যার দ্বীনদারি আমার প্রতিনিয়ত মুগ্ধ করবে, তার উপার্জন কম হলেও আমি মানিয়ে নিতে পারবো। বর্তমানে আমার বিয়ে করাটা আমার জরুরী হয়ে দাঁড়িয়েছে। এখন প্রবাসী যদি মেনে নেই তাহলে দ্বীনদার কাউকে হয়তো পাবো না। সিলেটে প্রবাসী পাত্র পক্ষের নানান ডিমান্ড থাকে। যেমনঃ কনের ছবি, বিয়েটা বড় কোনো কনভেনশন হলে হতে হবে, প্রবাসে যাওয়ার অর্ধেক টাকা দিতে হবে, পাত্রের দুলাভাই ও কনে দেখবে, আরও কতো কি। তাছাড়া তাঁরা আমাকে সিলেটের বাহিরে বিয়ে দিতে রাজি নয়।
আমি আব্বু আর মামাকে ahlia.com এর কথা জানিয়েছিলাম। কিন্ত ওনারা রাজি হননি ওয়েবসাইট এ বায়োডাটা দিতে। ওনাদের ধারনা ওয়েবসাইটে বায়োডাটা তারা দেয় যাদের বিয়ের কথাবার্তার আসে না আর এইগুলা নাকি 100% ফেইক থাকে। তাদের কোনোভাবেই রাজি করাতে পারিনি আমি।
আমি তাদেরকে বুঝাতে ও পারতেছি না কতটা অশান্তিতে আছি আমি, প্রতিনিয়ত হারাম থেকে বাঁচার জন্য কতটা যুদ্ধ করতে হয় আমাকে। আমি প্রচুর ভেঙ্গে পড়েছি। আমার না আছেন মা, না আছে বড় বোন, না আছে কোনো দ্বীনি বোন যাদের ধরে একটু শান্তিতে কান্না করতে পারি। অন্য কাউকে ও বলতে পারতেছি না। বললে হাসির পাত্র হতে ও সময় লাগবে না।
আমাকে প্রথমে আমার আব্বু আর মামা বলেছিলেন, আমার পছন্দেই বিয়ে দিবেন। কিন্তু যখন দেখলেন আমি প্রবাসী কাউকে বিয়ে করতে চাই না । এখন আবার মামা বলছেন, তুই না নামাজ কালাম পড়ছ, তর আবার পছন্দের কেউ থাকবে কেনো ?
আমি মাঝে মধ্যেই একটা প্রশ্নের উত্তর খোঁজে পাই না।
আমার তো এত টাকার প্রয়োজন নেই, তাহলে এত টাকা কি তারা নিজের জন্য চাচ্ছেন ?
উস্তাদ! আমাকে কিছু উপায় বলুন যাতে , আমি দ্বীনদার কাউকে পেয়ে যাই এবং আমার আব্বু আমার উপর রাজি খুশি থাকেন।