আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্।
উস্তায আমার কয়েকমাস হলো বিয়ে হয়েছে।বিয়ের আগে ছেলে জানিয়েছিলো সে তাবলীগ করে,সাদপন্থী,,কিন্তু কোনো দলাদলি পছন্দ করে না। তখন আমি এই বিষয় গুলোকে তেমন গুরুত্ব দিইনি।
এখন কয়েকজন বড় আপুর সাথে কথা বলে জানতে পেরেছি, এই পন্থীতে সমস্যা আছে।কি সমস্যা আমার তেমন জানা নেই।
আমার স্বামী তাবলীগে সময় দেন বেশি,,আমাকেও ৩ দিনের মাস্তুরাত জামায়াতে একবার নিয়ে গিয়েছিলেন,, তখন আমি এসব বিষয়ে জানতাম না তেমন।
বড় আপুদের সাথে কথা বলার পর,আমাদের মধ্যে কিছু মনোমালিন্য চলছে।
তিনি আমাকে তালিমে,, জামায়াতে, দ্বীনের খেদমতে নিয়ে যেতে চান,,কিন্তু আমি যাচ্ছি না।
উনার কথা অমান্য করছি। যেটাতে আমি,উনি দুজনেই কষ্ট পাচ্ছি,, আমি তাকে বলেছিলাম এসব তাবলীগ ছেড়ে দিয়ে,আলেম পন্থীদের দলে আসতে,,কিন্তু তিনি রাজি না। এদিকে এই বিষয় গুলো নিয়ে আমি অনেক কষ্ট পাচ্ছি।
তিনি যখন জামাতে যান,আমার অনেক মন খারাপ থাকে,,মাঝে মাঝে এমন হয়,,রাগ করে কথা বলে ফেলি।
প্রশ্ন:
১. আমি এখন কি করবো উস্তায? তার এই তাবলীগী কাজে খুশি থাকবো,,না তাকে বুঝানোর চেষ্টা করবো,যদিও সে শুনবে না আল্লাহ না চাইলে।
২. আমি কি তার সাথে তালিমে যাবো,মাস্তুরাত জামায়াতে যাবো? ( আমার এসব বিষয়ে ইলম কম,,আমি মানুষের থেকে শুনে মনে মনে আলিম পন্থীকে সাপোর্ট করি)
এই বিষয় গুলো নিয়ে সংসারে অশান্তি হচ্ছে উস্তায,,আমাকে সঠিক পরামর্শ দিন উস্তায ইন শা আল্লাহ।
আর একটা বিষয় উস্তায,,আমি ২০২২ সালে ৫৪০০০ টাকা দিয়ে ল্যাপটপ কিনেছিলাম,সম্ভবত ৩৬০০০ টাকার মতো,সঠিক মনে নেই,,কম হতে পারে,বেশি হবে না ইন শা আল্লাহ ফিক্সড ডিপোজিট করা একাউন্ট থেকে সুদের টাকা দিয়েছিলো বাসা থেকে। তখন আমার এসব হালাল হারাম সম্পর্কে ইলম ছিলো না,,২ মাস পরে আমার আপুকে ল্যাপটপ টা দিয়ে দিই,,সুদের টাকা দিয়ে কিনেছিলাম জন্য।
আমার স্বামী সফটওয়্যার ইন্জিনিয়ার,সে চায় আমিও ঘরে বসে ল্যাপটপে কিছু কাজ শিখি।
প্রশ্ন:
৩. আমি কি এখন ঐ ল্যাপটপ নিয়ে কাজ শিখতে পারবো? আমার জন্য কি জায়েজ হবে?
৪. ৩৬০০০ টাকার মতো সাওয়াবের নিয়ত ছাড়া সাদাকা করারও সামর্থ্য নেই,এখন কি করবো উস্তায?