আসসালামু আলাইকুম
১.আমি একদিন স্বপ্নে দেখি কাঁধে কেউ সুই ঢুকাচ্ছে এবং এই সুই ঢুকানোর ফলে আমি আরাম পাচ্ছি। (এই স্বপ্নের উত্তর কি আমাকে কি কেউ কালো জাদু করেছে?)
২.এই ঘটনাটি আমার ভাইয়ের সাথে আমার ভাই একদিন ছাদে গিয়েছিল, সে ছাদে গিয়ে দেখে আমাদের ট্যাংকের উপর কালো কিছু একটা বসে আছে তা দেখে আমার ভাই জিজ্ঞেস করে কে? সে উত্তর দে আমাকে পাঠানো হয়েছে এটার বলার সাথে সাথে গায়েব হয়ে যায়।(এই ঘটনাটি বলার কারণ হচ্ছে কেউ কি আমাদের ওপর কালো জাদু করলো)
৩.এবং আমাদের পরিবারে অনেক অশান্তি লেগে থাকে আমার আম্মু কান্নাকাটি করে খুব রাগ করে এবং অনেক ঝগড়া হয় বাড়িতে।
৪।আমার সকল কাজ থেমে যাচ্ছে যেখানে কাজের জন্য সিভি দেই তা হচ্ছে না,এবং কোন কাজই সম্পূর্ণ শেষ হচ্ছে না.
5.আমার মনে হচ্ছে কোন কিছুর প্রভাব পড়েছে যেমন আমার বড় ভাই আগের থেকে অনেক বেশি চুপচাপ হয়ে গেছে।
হুজুর আমি আসলে কিছুই বুঝতে পারছি কি করা উচিত। কোন বড় হুজুরের সাথে দেখা করা উচিত বুঝতে পারছি না,আমাদেরকে রুকাইয়া প্রয়োজন? আমি কি করবো আমার সব কাজ আটকে পড়ে আছে ।
আমাকে একটি দিক দেখান।