আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। বিশ্ববিদ্যালয়ে আমাদের প্র্যাকটিক্যাল খাতায় অনেক সময় ছবি আকাঁতে হয় বা প্রিন্ট করে লাগাতে হয়। যখন ছবি আকাঁতে হয় তখন একেকজন একেক ভাবে করেন। অনেকে কার্বন পেপার দিয়ে ছাপ দেয়, অনেকে ফোনের উপর কাগজ রেখে ছাপ দেয়, অনেকে আয়না দিয়ে ছাপ দেয়। মার্কস খুবই কম থাকে, ২ বা ৪ এরকম। সেমিস্টার শেষের দিকে এসে এখন সব সাপ্লাই দিচ্ছেন। হাতে সময় অনেক কম। এই ছবি গুলো আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় আকাঁতে হবে না। স্পটিং করতে হবে মানে স্যার ছবি দেখাবেন, আমাদের সিলেক্ট করে নাম আর ক্যারেক্টারিস্টিক লিখতে হবে। সমস্যা হচ্ছে, এই ছবিগুলো যদি আমি ছাপ দিয়ে ছাঁছ টা একেঁ নিয়ে করি (বাকি বিষয় যেমন ভিতরের সেল আমি আকাঁলাম) বা পুরোটাই ছাপ দেই তাহলে কি আমার গুনাহ হবে বা এর যে মার্কস পাব আমি হোক সেটা ০.৫, যে সার্টিফিকেট নিব সেটা কি হারাম হয়ে যাবে? যদিও এর( সার্টিফিকেট) মাধ্যমে আমি উপার্জন করবো কিনা শিওর না। সময় স্বল্পতা আছে। কাইন্ডলি আমার করণীয় জানাবেন।