আসসালামু আলাইকুম,
আমি নিচের পরিস্থিতি র ব্যাপারে আমার কি করনিয় ইস্লামের আলকে সেতা জানতে চাই-
১। রুমমেট (অন্য ধর্মের) না বলে আমার কিছু নিয়ে খেয়ে ফেললে এবং জিজ্ঞেস করার পর এক মিথ্যা ঢাকতে আর কয়েকটি মিথ্যা বললে, প্রমান পাওয়ার পর আমি কাউকে কিছু জানাইনি, রাসুলুল্লাহ (সাঃ) এর প্রতিবেশী র ব্যাপারে বলা হাদিস টি মেনে- এই হাদিস টি জানার পর আমি প্রতিবেশী কার সাথে কখনো যেন খারাপ ব্যবহার না করে ফেলি সে বা কষ্ট না দিয়ে ফেলি- সে ব্যাপারে সচেতন থাকতে চেষ্টা করি , সে এর আগে আমার কাছে কিছু চেয়েছে আমি দিয়েছি , কিন্তু এবার যখন না বলে নিয়ে উলতা মিথ্যা বলল তাই আমি ভয়েও আছি মিত্থা বলে আমাকে কোন কিছুতে না ফাসালেই হয়, কাউকে বলিনি অন্নের গুনাহ/ দোষ লুকানর বেপারে আল্লাহ তায়ালা যা বলেছেন সেতা চিন্তা করে যে- হয়ত আমার দ্বারা কোন ভুল বা গুনাহ হয়ে গেলে ইচ্ছা বা অনিচ্ছায় আল্লাহ তায়ালা মাফ করবেন । কিন্তু এর আগেও অন্য আর এক রুম মেট (সে মুসলিম) ছিল আমাকে অনেক বড় বিপদে ফেলেছিল আমার নাম এ মিথ্যা বলে / ছড়িয়ে, তাই কিছুতা ভয় ও পাই। অন্য রুমমেট বা বাড়িওয়ালা কে বলা উচিত কিনা বুঝতেছিনা, খাবার তা তেমন কিছুনা, মিথ্যা মুল - আর এমন না যে তার নিজের খাবার নাই-
