আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
43 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (25 points)

আসসালামু আলাইকুম,

আমি নিচের পরিস্থিতি র ব্যাপারে আমার কি করনিয় ইস্লামের আলকে সেতা জানতে চাই-

১। রুমমেট (অন্য ধর্মের) না বলে আমার কিছু নিয়ে খেয়ে ফেললে এবং জিজ্ঞেস করার পর এক মিথ্যা ঢাকতে আর কয়েকটি মিথ্যা বললে, প্রমান পাওয়ার পর আমি কাউকে কিছু জানাইনি, রাসুলুল্লাহ (সাঃ) এর প্রতিবেশী র ব্যাপারে বলা হাদিস টি মেনে- এই হাদিস টি জানার পর আমি প্রতিবেশী কার সাথে কখনো যেন খারাপ ব্যবহার না করে ফেলি সে বা কষ্ট না দিয়ে ফেলি- সে ব্যাপারে সচেতন থাকতে চেষ্টা করি , সে এর আগে আমার কাছে কিছু চেয়েছে আমি দিয়েছি , কিন্তু এবার যখন না বলে নিয়ে উলতা মিথ্যা বলল তাই আমি ভয়েও আছি মিত্থা বলে আমাকে কোন কিছুতে না ফাসালেই হয়, কাউকে বলিনি অন্নের গুনাহ/ দোষ লুকানর বেপারে আল্লাহ তায়ালা যা বলেছেন সেতা চিন্তা  করে যে- হয়ত আমার দ্বারা কোন ভুল বা গুনাহ হয়ে গেলে ইচ্ছা বা অনিচ্ছায় আল্লাহ তায়ালা মাফ করবেন । কিন্তু এর আগেও অন্য আর এক রুম মেট (সে মুসলিম) ছিল আমাকে অনেক বড় বিপদে ফেলেছিল আমার নাম এ মিথ্যা বলে / ছড়িয়ে, তাই কিছুতা ভয় ও পাই। অন্য রুমমেট বা বাড়িওয়ালা কে বলা উচিত কিনা বুঝতেছিনা, খাবার তা তেমন কিছুনা, মিথ্যা মুল - আর এমন না যে তার নিজের খাবার নাই-

image.png

1 Answer

0 votes
by (624,210 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ﻭَﺟَﺰَﺍﺀ ﺳَﻴِّﺌَﺔٍ ﺳَﻴِّﺌَﺔٌ ﻣِّﺜْﻠُﻬَﺎ ﻓَﻤَﻦْ ﻋَﻔَﺎ ﻭَﺃَﺻْﻠَﺢَ ﻓَﺄَﺟْﺮُﻩُ ﻋَﻠَﻰ ﺍﻟﻠَّﻪِ ﺇِﻧَّﻪُ ﻟَﺎ ﻳُﺤِﺐُّ ﺍﻟﻈَّﺎﻟِﻤِﻴﻦَ -
আর মন্দের প্রতিফল তো অনুরূপ মন্দই। যে ক্ষমা করে ও আপোষ করে তার পুরস্কার আল্লাহর কাছে রয়েছে; নিশ্চয় তিনি অত্যাচারীদেরকে পছন্দ করেন না। (সূরা শূরা-৪০)
ﻭَﻟَﻤَﻦ ﺻَﺒَﺮَ ﻭَﻏَﻔَﺮَ ﺇِﻥَّ ﺫَﻟِﻚَ ﻟَﻤِﻦْ ﻋَﺰْﻡِ ﺍﻟْﺄُﻣُﻮﺭِ
অবশ্যই যে সবর করে ও ক্ষমা করে নিশ্চয় এটা সাহসিকতার কাজ।(সূরা শূরা-৪৩)

নবী কারীম সাঃ বলেনঃ
ﻭﻗﺎﻝ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : ﻳَﺎ ﻋُﻘﺒَﺔَ ﺑﻦَ ﻋَﺎﻣِﺮ : ﺻِﻞْ ﻣَﻦْ ﻗَﻄَﻌَﻚَ ، ﻭَﺃَﻋْﻂِ ﻣَﻦْ ﺣَﺮَﻣَﻚَ ، ﻭَﺍﻋْﻒُ ﻋَﻤَّﻦ ﻇَﻠَﻤَﻚَ
হে উকবা তুমি সম্পর্ক স্থাপন কর তার সাথে যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে,এবং দান কর তাকে  যে তোমাকে বঞ্চিত করেছে,এবং মাফ করে দাও তাকে যে তোমার উপর যুলুম করেছে। (মসনদে আহমদ-৪/১৫৮) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/19877

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রতিবেশী বা এমন কারো মিথ্যার পরিপ্রেক্ষিতে তার ঐ বিষয়গুলো ভুলে গিয়ে তাকে ক্ষমা করে দেয়াই উচিত। তার হেদায়তের জন্য আল্লাহর কাছে দু'আ করা উচিত।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...