আস্সালামু আলাইকুম,
১/ কারো হাসব্যান্ড যদি প্রকৃত দীনদার না হয় লেবাস ধারী হয় তাহলে সে স্ত্রীর তার সাথে কেমন আচরণ করা উচিৎ? তার বন্ধু বান্ধব, ফ্যামিলি ও সম্মানিত মানুষরা, লোকজন তার হাসব্যান্ড কে খারাপ বললে তার কি করা উচিৎ?পরিস্থিতির মোকাবেলা কিভাবে করা উচিৎ?
২/আমি বিয়ের জন্য ১ জনকে নিয়ে ইসতেখারা করি। আমার একটুও ইসতেখাড়ার নামাজ পরতে ইচ্ছে করতো না জোর করে পড়তাম, পড়ার খুব অসুস্হ লাগতো।আমার মন কোনদিকে টানে ভালো না খারাপ তা বুঝতে পারিনি কখনো ভালো কখনো খারাপ মনে হতো।তবে আমি ৭ দিনের দিন একটা স্বপ্ন দেখেছি যে,
আমি ঐ ছেলের বাড়িতে গিয়েছি সেখানে তার আত্মীয় স্বজনের সাথে কথা বলতেছি।তারপর দেখি ঐ ছেলেকে বরের সাজে ও ঐখানে বিয়ের অনেক আয়োজন করা হয়েছে এবং সে ছেলে ও ভীষণ খুশি।তারপর লাল শাড়ি পড়া একটা মেয়ে দেখি যে ঐ ছেলের বউ।তার মুখ দেখার জন্য আমি ঘোমটা উঠাই আর একটা মেয়ে কে দেখি যে দেখতে কিছু টা আমার মতো তবে পুরোপুরি আমার মতো না। এরপর স্বপ্নের মাঝেই আমার খুব অস্থির লাগতেছিলো,তারপর দেখি আমি আমার বাসায় ঐ ছেলের বিয়ের ভিডিও ফোনে দেখতেছি আর বলতেছি এই ছেলের সাথে আমার বিয়ে হবে মানুষজন সবাই জানতো এখন অন্য মেয়ের সাথে হইছে কেউ কিছু জিজ্ঞেস করলে কি বলবো এই সব ভেবে আমার মন খারাপ। তারপর দেখি ঐ ছেলে নাকি পছন্দ করে তার বউকে বিয়ে করেছে মানুষ এসব বলাবলি করছে সাথে আরো অনেক কিছু। আমার অনেক অস্থির লাগায় এরই মধ্যে আমি চোখ খুলে তাকালে দেখি সাদা কাপড় পড়া ভয়ঙ্কর কিছু আমাকে খামচি দিচ্ছে,আমি আয়াতুল কুরসী পড়লে চলে যায়। আমার আগে থেকেই আশিক জিনের প্রব্লেম ছিল কিন্তু বিয়ে বন্ধ ছিল না এই স্বপ্ন দেখার পর রুকইয়া করালে আমায় বিয়েতে জাদু ধরা পরে। তো আমি এই স্বপ্নের ব্যাখ্যা কি নিবো আর আমার কি আবার ইসতেখারা করা উচিৎ?
৩/ কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা হলে কি করা উচিৎ? ওয়াসওয়াসা হলে? চিন্তা কোনো ভাবেই মাথা থেকে বের না হলে?