আসসালামু আলাইকুম। আমি যখন ছোট ছিলাম তখন আমার মা যখন আমাকে মারতো, তখন আমি আমার আব্বুর কাছে বিচার দিতাম। তখন প্রায়ই আমার আব্বু আমাকে বলতো যে," আচ্ছা তাইলে তোমার আম্মুরে পালটে ফেলি, তোমার আম্মুকে তোমার নানু বাসায় রেখে আসবো, আচ্ছা তোমার জন্য নতুন আম্মু নিয়ে আসবো"। বা এমনিতেই আমার আব্বু আমাকে বলতো যে, " তোমার আম্মুকে আজকেই কি বদলায় ফেলবো নাকি"। তোমাকে তো বলছি ই তোমার আম্মু বদলায় ফেলি"
১)) এখন আমার বাবার এসব কথার কারনে কি আমার আব্বু আম্মুর বিবাহিত জীবনে কোনো তালাক হয়ে গেছে?
### পরের প্রশ্ন। বিয়ের আগে কিভাবে তালাক হয় জানতাম না। কিন্তু এখন অনেক মানুষ এর প্রশ্ন পড়ে জানতেছি যে বিয়ের আগেও কিছু বললে নাকি বিয়ের পরে প্রব্লেম হয়।
আমি অবিবাহিত। আমি যদি কোনো মেয়ে কে ম্যাসেজ এ এভাবে বলি- "শুন....এক বিয়ের পর বাকি বিয়ে গুলা...এগুলা আমদের নবি করছেন....ম্যাক্সিমাম তালাক প্রাপ্ত, সমাজের অসহায় দুস্ত নারী"। এটা আমি নবির কথা বুঝাছি। আমার বিয়ের কথা বুঝাইনি।
২))) প্রশ্ন:" এক বিয়ের পরে বাকি বিয়ে গুলা....ম্যাক্সিমাম তালাক পাপ্ত" এই কথা বলার কারনে কি সেই মেয়ে বিয়ে করলে বিয়ের পরে আমাদের কোনো শর্তযুক্ত তালাক হবে?
৩))) সেই মেয়েকে কি বিয়ে করা যাবে ইন শা আল্লাহ?
দয়া করে সব গুলো প্রশ্নের উত্তর দিবেন হুজুর পয়েন্ট করে। আপনারা বিশস্ত। তাই প্রশ্ন করলাম। আল্লাহ আপনাদের ভালো করুক।