আল্লাহ ও তাঁর রসুলের ওপর এবং ইমানের রুকনগুলোতে বিশ্বাস না থাকাকেই ইসলামের পরিভাষায় কুফর বলে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন,
وَ مَنۡ اَظۡلَمُ مِمَّنِ افۡتَرٰی عَلَی اللّٰہِ کَذِبًا اَوۡ کَذَّبَ بِالۡحَقِّ لَمَّا جَآءَہٗ ؕ اَلَیۡسَ فِیۡ جَہَنَّمَ مَثۡوًی لِّلۡکٰفِرِیۡنَ ﴿۶۸﴾
‘যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথবা তাঁর নিকট হতে আগত সত্যকে অস্বীকার করে, তার চেয়ে অধিক জালিম আর কে হতে পারে? জাহান্নামই কি কাফেরদের আবাসস্থল নয়?’ (সুরা আনকাবুত-৬৮)।
কুফর সম্পর্কে আল্লাহ বলেন, ‘যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে নিশ্চিত ধ্বংস, তিনি তাদের সব কর্ম বিনষ্ট করে দেবেন’ (সুরা মোহাম্মদ-৮)।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
কাফির শব্দটার অর্থ সত্যকে গোপন করা বা অস্বীকার করা। এখন কুরআন শরীফে বলা হয়েছে ইসলাম সত্য। হিন্দুরা তো ইসলাম মানে না। সুতরাং তারা কাফির।
আল্লাহ, ফেরেশতাগণ, রাসূলগণ, কিতাবসমূহ, পরকাল, ভাগ্যে ইত্যাদিতে অস্বীকার স্থাপন করাসহ কোরআন আয়াত ইসলামের আহবান সামনে দলিল প্রমাণ সহকারে প্রকাশিত হয়ে যাওয়ার পরও এগুলো অমান্য করাকারীকে ইসলামে কাফির বলা হয়।
আজ পৃথিবীর কোন হিন্দুর কাছেই কি ইসলামের বাণী না পৌছায় নি? কোন হিন্দুই কি নবী মোহাম্মদ সাঃ এর নাম না জেনে নেই?
বরং তাদের নিজস্ব গ্রন্থগুলোতেও আমাদের নবীর নাম রয়েছে।
অতএব সত্য এসে যাওয়ার পরও ইচ্ছা কৃত ভাবে আল্লাহর আয়াতসমূহে কোরআনকে, আল্লাহর রাসূল সাঃকে, আল্লাহর কোরআন কে, আল্লাহর ফেরেশতাদেরকে প্রত্যাখান করার কারণে হিন্দু সম্প্রদায় কাফির।