আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ, ১। কিছু কিছু ইয়োগা আছে। যেটা করার জন্য পা আকাশের দিকে উঠাতে হয়। এসব ব্যায়াম করলে কি গুনাহ হবে।
২। ইয়োগার কিছু অংশ আছে যা শুধু শরীরকে একদম রিলাক্স করে, অনুভব করতে বলে। যে নিজেকে অনেক ফ্রেশ লাগছে, টেনশন ফ্রি লাগছে আরও অনেক কিছু বলে থাকে। এসব ভাবাটা কি জায়েজ হবে।
৩। কিছু কিছু ইয়োগা আছে যা একদম অন্য ধর্মের লোকদের ইবাদতের পদ্ধতির সাথে মিলে যায়। এসব ইয়োগা করা যাবে কি। করলে কি গুনাহ হবে।