আমার পৈত্রিক গ্রামের বাড়িতে কেও থাকি না, বাবা একশহরে আর চাকরী সুবাদে আমি অন্য শহরে, আমার হয়তো পৈতৃক বাড়িতে ফিরে গিয়ে স্থায়ী হওয়ার ইচ্ছা এখন নাই। কিন্তু এমন যদি হয় চাকরী নাই সব দিকে সমস্যা তাহলে সেখানে থাকার মতো বসত বাড়ি আছে। এমনিতে চাকুরী স্থলেই আমি ও আমার স্ত্রী বাড়ি ভাড়া করে থাকি। বিভিন্ন অফিশিয়াল কাজে স্থায়ী ঠিকানা গ্রামের বাড়ির কথাই লিখি। সেই হিসাবে আমার ওতনে আসলী আমার গ্রামের বাড়ি, ওতনে ইকামাহ আমার ভাড়া বাড়ি।
১. আমার গ্রামের বাড়ি থেকে আমার বর্তমান বসবাসের স্থান সবচেয়ে ছোট রাস্তায় ৮৮ কিলো মিটার দূরে। এখন আমি যদি বাড়ি এসে আমার কয়েক দিনের জন্য কোনো কাজে আমার ভাড়া বাড়িতে যাই তাহলে সে কদিন কি কসর করবো। ( যেমন অফিসের কাজে সেখানে গেলাম ২ দিন অফিস করে চলে এলাম। ইত্যাদি)
২. আমার স্ত্রী তার ওতনে আসলী হিসাবে কোন জায়গা বিবেচনা করবে?
৩. আমি আমার ভাড়া বাড়ি থাকাকালীন সিদ্ধান্ত নেই আগামী ৯ তারিখ ঢাকা যাবো (যা আমার ভাড়া বাড়ি ও স্থানী বাড়ি সব থেকেই ৭৮ কিলো +) এখন গত পরশু রাতে আমি আমার ভাড়া বাড়ি থেকে গ্রামের বাড়ি যাওয়ার জন্য রওয়ানা দেই, এবঁ গতকাল সকালে গ্রামের বাড়ি পৌছি, এবং রাতে সেখান থেকে সিলেট শহরে আসি, এবং আজকে আমার ভাড়া বাড়িতে যাবো। এখন আমার জিজ্ঞেসা হলো এই যে গ্রামের বাড়ি থেকে বের হলাম আমার ভাড়া বাড়ির উদ্দেশ্যে সেখানে তো ১০ থেকে আবার ঢাকা যাওয়ার প্লান, ঢাকায় ২-৩ দিন থাকবো মানে এই দফা ভাড়া বাড়িও ১৫ দিন থাকা হবে না তার আগেই ঢাকায় যাবো সেখান থেকে ফিরে আসবো, তাহলে এই দশ দিন আমার ভাড়া বাড়িতে কি কসর করতে হবে?
কসর অপশনাল থাকলে তো সমস্যা ছিলো না, কিন্তু কসর করা তো বাধ্যতামূলক এই বিষয়ে কি করবে, মূলনীতি অনুসারে বললে পরবর্তী সিদ্ধান্ত সহজ হতো।
জাজাকাল্লাহ
৪. আমার ভাড়া বাসা থেকে নতুন করে কসরের নিয়ম তো ওতনে ইকামার মতোই। যে সেকান থেকে নতুন করে ৭৮+ কিলো ১৫ এর কম দিনের জন্য গেলে কসর হবে। নাহয় ভাড়া বাড়ির এলাকায় আছিই ধরা হবে ও মুকিম থাকবো। আমার ধারনা ঠিক আছে?
৫. ভাড়া বাড়ি থেকে পৈতৃক বাড়ি আসা যাওয়ার পথে মধ্যের এক শহরে ১/২ দিনের জন্য থাকলে সেখানে আমি কসর করি৷ এই আমল কি ঠিক?