জবাব
بسم الله الرحمن الرحيم
(০১)
কিস্তিতে কোনো পন্য ক্রয় করা,যদি এতে সূদ থাকে,তাহলে তাহা কোনো ভাবেই জায়েজ নেই।
সূদ ভিত্তিক সমিতিতে সদস্য হওয়া,তার কিস্তি পরিশোধ করা জায়েজ নেই।
,
স্পষ্ট হারাম।
,
কুরআনে কারীমে ইরশাদ হচ্ছে-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ [٢:٢٧٨]
হে ঈমানদারগণ,তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যে সমস্ত বকেয়া আছে,তা পরিত্যাগ কর,যদি তোমরা ঈমানদার হয়ে থাক। [সূরা বাকারা-২৭৮]
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا الرِّبَا أَضْعَافًا مُّضَاعَفَةً ۖ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ [٣:١٣٠]
হে ঈমানদারগণ! তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেয়ো না। আর আল্লাহকে ভয় করতে থাক, যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পারো। [সুরা আলে ইমরান-১৩০]
,
হাদিসে এসেছে-
لَعَنَ رَسُولُ اللهِ ﷺ آكل الربا وموكله وكاتبه وشاهديه، وقال : هم سواء.
আল্লাহর রাসূল ﷺ সুদখোর, সুদদাতা, সুদের লেখক এবং তার উপর সাক্ষীদ্বয়কে অভিশাপ করেছেন, আর বলেছেন, ওরা সকলেই সমান। (মুসনাদে আহমাদ ৩৮০৯)
বিস্তারিত জানুনঃ
,
★প্রশ্নে উল্লেখিত ছুরতে তার ছাগল ক্রয় করে নেওয়া জায়েজ আছে।
এখানে সে শুধু ছাগল ক্রয়ের নিয়ত করবে,তার খালার কিস্তির টাকা পরিশোধ সহায়তা করার নিয়ত করবেনা।
,
(০২)
এখনই টাকা পরিশোধ করা হবে,আর ছাগল লালন পালন করে তার খালা তাকে কুরবানী ঈদে দিবে,এটি জায়েজ আছে।
,
তবে কিস্তি পরিশোধ এর কাজে সহযোগিতার নিয়ত করবেনা।
,
(০৩)
আল্লাহ তায়ালা তার মনের অবস্থা কবুল করলে ছওয়াব দিবেন,ইনশাআল্লাহ।