আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওবারকাতুহ!
আমি একজন সরকারি চাকুরিজীবী। আমার অফিসে নমিনী দিতে হয়। যাতে আমি চাকরি চলাকালীন বা পেনশনের টাকা আমি নিজে উত্তোলনের আগে যদি মারা যাই তাহলে নমীনী সেই পেনশন ও অন্যন্য টাকা গুলো পাবে। আমার বর্তমানে কোনো সন্তান নেই, আমার স্ত্রী, আমরা ৪ ভাই, ২ বোন, বাবা মা জীবীত। আমার প্রশ্ন হচ্ছে নমীনীতে কাকে কত অংশ দিতে হবে এরকম কোনো শরিয়াহ তে কোনো কিছু বলা আছে কিনা?