আমার ভাই, ক্লাস 11 এ পড়ে। কবিতা আবৃত্তি প্রতিযোগিতার সময় , বিদ্রোহী কবিতা পাঠ করে ও। এমনিতেও ওর কবিতার প্রতি হালকা ঝোঁক থাকায় ফোনেও রেকর্ড করা পেয়েছি ।
কবিতার কিছু লাইন এমন--
ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া
খোদার আসন ‘আরশ’ ছেদিয়া,
উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর!
এক্ষেত্রে ওর কি করণীয়। মানে ঈমান ভঙ্গের কারণ হবে কিনা।