১) ২ নং প্রশ্নের উত্তর এর ক্ষেত্রে আরো একটু বিস্তারিত জানতে চাচ্ছি:
স্বামী যদি দ্বিতীয় তালাক দেওয়ার ৩ দিন পর তৃতীয় হায়েজ শুরু হয় (১ম তালাক দেওয়ার পর দুই হায়েজ অতিক্রান্ত হওয়ার পর দ্বিতীয় তালাক দেওয়া হয়েছিল), তাহলে কি তৃতীয় তালাক ঐ তৃতীয় হায়েজ চলাকালীন সময়ের মধ্যেই দেওয়া যাবে ?
যেহেতু তৃতীয় হায়েজ পূর্ণ হয়ে গেলে তো ইদ্দতকালীন সময় শেষ হয়ে যায়। আর স্বামী চাচ্ছে বিবাহ সম্পূর্ণরূপে এমনভাবে বিচ্ছেদ করতে, যেন পরবর্তীতে পুনরায় বিবাহ সম্পর্ক নতুন করে না হয় ঐ মহিলার সাথে । যেহেতু তৃতীয় তালাক দেওয়া না হলে (ইদ্দতকালীন সময়ের মধ্যেই) তো একটি তালাক বাকি রয়ে গেলো।
২) যতটুকু বুঝলাম, ১ম তালাক দিলেই বিবাহ বিচ্ছেদ ঘটে না, তার মানে স্বামী-স্ত্রীর সম্পর্ক অটুট থাকে, কিন্তু স্বামী-স্ত্রীসুলভ আচরণ থেকে বিরত থাকতে হয়। তাই না ? শুধুমাত্র ১ম তালাক দেওয়ার পর ইদ্দত শেষ হলেই পূর্ণরূপে বিবাহ বিচ্ছেদ ঘটে। জিনিসটা কি এই রকম ? ইদ্দত শেষ হওয়ার আগে একজন আর একজন-কে কি দেখতে পারবে ? পর্দা করতে হবে না ?
৩) ইদ্দতের সময়সীমা কি ৩ মাস (৯০ দিন), নাকি ১ম তালাক দেওয়ার পর ৩ হায়েজ শেষ হওয়া পর্যন্ত ? এইটা একটু ক্লিয়ার করবেন প্লিজ।