আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আমার বাবা মায়ের একমাত্র মেয়ে আমি কিন্তু আমার একজন চাচা আছে এবং উনার একজন ছেলে আছে, তাই আমার বাবা মারা যাওয়ার পর আমার চাচাত ভাই আমার বাবার কতটুকু সম্পত্তির ভাগ পাবে?
এইদিকে আমার চাচা, চাচি, চাচাত ভাই এবং তার পুরো পরিবার আমাদের উপর সম্পত্তির লোভে আমার,আমার বাবা মায়ের উপর অনেক জুলুম,অত্যাচার, নির্যাতন করেছে,, সম্পত্তির লোভে আমাকে জোর করে বিয়ে করতে চেয়েছিল,,যেহেতু আমার পরিবারের কেউই এই বিয়েতে রাজি না।এজন্য আমার বাবা মাকে শারীরিক ভাবে তারা অত্যাচার, নির্যাতন করেছে। তাই আমার বাবা মা বাধ্য হয়ে আমাকে অনেক বছর বাড়ি থেকে দূরে রেখেছিল। আমাদের সাথে অনেক অনেক খারাপ ব্যবহার করেছে,,এখনও তারা আমাদের সাথে ঝগড়া করে,খারাপ আচরণ করে,,তাহলে ও কি সে ভাগ পাবে,,?
আমার বাবার মৃত্যুর পর আমাদের উপর আরো অত্যাচার, জুলুম করবে এইটা চিন্তা করে আমার বাবা অনেকখানি সম্পত্তি আমার আর আমার মায়ের নামে লিখে দেয়,, এইটা কি ঠিক হয়েছে?