আসসালামু-আলাইকুম,
নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর চাচ্ছি:
১) স্বামী যদি প্রথম তালাক দেওয়ার পর, স্ত্রীর দুই হায়েজ অতিক্রম হয়, এরপর আরও একটি তালাক দেয়, এরপর তৃতীয় হায়েজ এর পর ইদ্দত তো শেষ হয়ে যায়। তাই না ? এরপর কি স্বামী না দিলেও অটোমেটিক্যালি তৃতীয় তালাক পড়ে যাবে ?
২) তৃতীয় তালাক কি ইদ্দত শেষ হলে সাথে সাথে দেওয়া যাবে স্বামী দ্বারা ? যেন স্থায়ীভাবে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় ?
৩) যদি ইদ্দত শেষে তৃতীয় তালাক স্বামী আর দিতে না পারে, দেওয়ার যদি অবকাশ না থাকে, তাহলে স্বামীর জন্য করণীয় কি ? স্বামী চাচ্ছে ৩ তালাক-ই যেন দেওয়া হয়ে যায়, যাতে কোনো কারণে স্বামীর মন নরম হয়ে আবারো স্ত্রীকে ফিরিয়ে আনার অপশান-ও না থাকে।
* স্ত্রী দ্বারা এমন কাজ হয়েছে, যার দরুন স্বামী প্রথমেই এক সাথে ৩ তালাক দিয়ে দিতে চাচ্ছিলেন। কিন্তু গুনাহ হবে, এই কারণে শুধুই ১ তালাক দিয়েছিলেন শুরুতে।
৪) একটি ছেলে সন্তান আছে, ১০ বছরের । স্বামী চাচ্ছে ছেলেকে নিজের কাছেই পার্মানেন্টলি রাখতে এবং ভবিষ্যতে কখনো ছেলে-র মায়ের কাছে ১ দিনের জন্যও দিবে না। মা এর কারণে ছেলে-র অনেক নৈতিক অবক্ষয় হয়েছে, এইটা মা-ও স্বীকার করেছে। স্বামীর শশুড়বাড়ির সকলেই জানে, তাদের মেয়ে কি পরিমান অপরাধ করেছে, তাদের বলার আর কিছুই নেই। শুধু এতটুকু চাচ্ছে, হাত জোর করে অনুরোধ করছে, মেয়ের অপকর্মের কথা যেন কাউকে জানানো না হয়, না হয় তাদের আর কোনো ইজ্জত থাকবে না ! স্বামী যদি ছেলেকে এইভাবে রেখে দিতে চায়, মা এর সাথে কখনোই দেখা হতে দিতে না চায়, তাহলে কি স্বামীর গুনাহ হবে ?
* স্ত্রী শুরু থেকেই, অর্থাৎ ১ম তালাক এর আগে থেকেই তার বাবার বাড়িতে অবস্থান করছিলো।