আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ
১. স্বপ্নে দেখি আমাদের ঘর পুরে গেছে(এখানে আরও দেখেছি মনে নেই)। এরপর দেখি আমাদের নতুন ঘর,আমাদের পুকুর থেকে বড়শি দিয়ে মাছ ধরছি,আবার দেখি আমাদের দরজার সামনে থেকে মাছ ধরতেছি বড় ১ বালতি মাছ হয়েছে।এরপরই দেখি আমার ল্যাপটপ চার্জে থেকে হঠাৎ পুরে যাচ্ছে আমি দ্রুত যেয়ে ঘরের মেইন সুইচ অফ করি দেন আর বেশি পুড়ে নি।এরপর দেখি আমার কাজিনও আসছে মাঝে ধরতে।
এরপর আমি ঘরে যাই,যেয়ে দেখি রুমের পাশে পুতুল নাচতেছে।আমি সেগুলোকে বের করে দেওয়ার চেষ্টা করি
আমার বোন এসে বলে না এগুলো ফেলে দিস না কী সুন্দর পুতুল।আমি বলি না এগুলো বাসায় থাকতে পারবে না। এরপরই ঘুম ভেঙে যায় রাত ১২.৩৯ এর দিকে।
এ স্বপ্নের ব্যাখ্যা কি হবে এবং আমার করণীয় কী?
২. ফজরের পরে ঘুমিয়ে পরি।এরপর স্বপ্ন দেখি আমি আর মা একজায়গায় যাচ্ছি, সেখানে নিউজ রিপ্রেজেন্ট হচ্ছে, আমরা অনেকক্ষণ বসে থেকে চলে আসতেছি,আমার মা বলে তুই তোর কাকিকে নিয়ে তোর বোনের বাসা যা,আমি ব্যাংক থেকে টাকা তুলে বারি যাব।আমিও আমার বোনের বাসায় যাই এক কাকিকে নিয়ে।এই প্রথম গেলাম আপুর বাসায়।যাওয়ার পরে তারা খাবার দিয়েছে আমার কাকি খেয়েছে আমি খাইনি আমার পছন্দ হয়নি তাই।আমার আপু বাসায় ছিল না। এরপর চলে আসব তখন হাত ধুইতে পুকুরে যাব তখন পুকুরে যাওয়ার পথে দেখি প্রচুর লেবু গাছ আমি সেগুলোকে সরিয়ে অনেক কষ্ট ঘাট পর্যন্ত গিয়েছি।যাচ্ছি আর বলি এ বাড়ির মানুষ উযু করে কীভাবে?
ঘাটে যেয়ে দেখি বাজে অবস্থা। এক কোথায় অনেকগুলো সাপ।আমি দ্রুত চলে আসি এবং সেভাবেই রেডি হচ্ছি আমাদের বাসায় চলে আসব।তখনই আমার আপু আসে কোথা থেকে যেন বোরকাও খুলেনি।আমি ওকে বলি তোদের বাড়িতে দেখি সাপ আর সাপ এর মধ্যে থাকিস কিভাবে? ও বলে তুই এখন জানোস এটা? এরপরই ঘুম ভেঙে যায় সকাল ৮.৩০ এর দিকে।এ স্বপ্নের ব্যাখ্যা কী হবে?
৩. আমার শরীরের একজায়গায় কাটাতে সেখানে সেলাই লাগছে।ডক্টর ৩০ জানুয়ারীর আগে ভিজাতে নিষেধ করেছে।আজ বা আগামীকাল আমার ফরজ গোসল করতে হবে।আমি কীভাবে ফরজ গোসল করব?উক্ত জায়গায় ব্যান্ডেজের উপরে কী হাত দিয়ে মুছে দিব?