বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মা'যুরের হুকুম হল,
মা'যুর ব্যক্তি এক ওয়াক্তের জন্য এক অজু করবেন।তারপর উক্ত অজু দ্বারা উক্ত ওয়াক্তের ভিতর যতসম্ভব উনি ফরয নফল ইত্যাদি ইবাদত করতে পারবেন।যখন ওয়াক্ত চলে যাবে তখন অজুও শেষ হয়ে যাবে।পূনরায় ভিন্ন ওয়াক্তের জন্য ভিন্ন অজু করতে হবে।(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যা-৫/২২৩/২২৪)
মা'যুর অবস্থায় কাপড় কি পাল্টাতে হবে?
মা'যুর অবস্থায় যদি কাপড়কে পাল্টিয়ে এবং শরীরকে ধৌত করে নামায পড়ার পূর্ব পর্যন্ত আর কোনো নাজাসত বাহির না হয়, তাহলে এমতাবস্থায় কাপড় পাল্টানো ও শরীর ধৌত করা ওয়াজিব। কিন্তু যদি কাপড় পাল্টিয়ে এবং শরীরকে ধৌত করে নামায পড়ার পূর্বে আবারো নাজাসত বাহির হয়, নামায পড়া সম্ভব না হয়, তাহলে এমতাবস্থায় কাপড় পাল্টানো বা শরীর ধৌত করা ওয়াজিব হবে না।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পায়জামায় লাগা স্রাবটা যদি ১ দিরহাম থেকে কম হয়, এবং পানি লাগার পরে লেপ্টে গেছে কি না? বোঝা না গিয়ে স্রাবটা আর দেখাই যাচ্ছেনা পায়জামায় শুধু পানিই লেগে আছে এমন মনে হয়, তাহলে নামাজের সময় ওই পায়জামা বদলে নিতে হবে। এবং পানি শরীরের যে যে জায়গায় লেগেছে, সেই জায়গাকেও ধৌত করে নিতে হবে। কিন্তু যদি লেপ্টানো জায়গা এক দিরহাম থেকে কম হয়, এবং নামায পড়ার পূর্বে আবার নির্গত হওয়ার কোনো সম্ভাবনা না থাকে, তাহলে তো অবশ্যই ধৌত করতে নতুবা আর ধৌত করতে হবে না।