আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
31 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (7 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

আমার হাসবেন্ড এর ক্লাইনট এর জন্য একটা কোম্পানির লগো ডিজাইন প্রয়োজন ছিলো । আমি আমার এক পরিচিত বোনকে লগো ডিজাইন দেখিয়ে বলি করে দিতে পারবে কি না। উনি বললেন পারবেন। ১৫০০ টাকা লাগবে। আমি বলসি আচ্ছা করেন। কিন্তু উনি যেই ডিজাইন দেন সেটা ক্লাইনট এর পছন্দ হয় না এবং রিকুয়ারমেনট অনুযায়ী ও হয় না। কারেকশন দিলেও উনি করতে পারেন নাই সেভাবে। উনি ক্যালিগ্রাফিতে ভালো। আমি এর আগে উনার থেকে ক্যালিগ্রাফি নিয়েছি তাই জিজ্ঞেস করেছিলাম এমন প্রফেশনাল লগো পারবেন কি না, যদিও তিনি এই ধরনের কাজ করেন না এরপরও কাজটা নেন।ঠিকঠাক না হওয়ায় আমি জানাই যে আপু হচ্ছে না। আমি কি অন্য কাউকে দিয়ে করাবো? তারপর উনি বলেন আচ্ছা করান কিন্তু আমি যেহেতু কষ্ট করেছি আমাকে হাফ পেমেন্ট করে দিলে ভালো হয়। (আমাদের এমন কোনো চুক্তি ছিলো না বা উনি আমাকে কাজ নেওয়ার আগে এমন কিছু বলেন নাই) আমি বললাম লগো রিকুয়ারমেনট অনুযায়ী হয় নাই, ক্লাইনট পছন্দ করে নাই, উনি পেমেন্ট ও করে নাই তাহলে আমি কিভাবে দিবো।পরে বলসে আচ্ছা বাদ দেন। উল্লেখ্য পরে আমার হাসবেন্ড অন্য জায়গা থেকে লগোটা করিয়ে নেন, যেটা ক্লাইনট রিকুয়ারমেনট অনুযায়ী হওয়ায় পেমেন্ট করেন।

এইটা অনেকদিন আগের কথা। তো হঠাৎ আমার মনে হওয়ায় আমি আবার উনাকে মেসেজ দেই যে, এখানে হক এর বিষয় আছে। আপনার যদি মনে হয় আপনার প্রাপ্য তাহলে জানাবেন আমি আমার পকেট থেকে আপনাকে দিয়ে দিবো। কিন্তু উনি কিছুই জানান না আমাকে।আমি আবার উনাকে মেসেজ দেই,উনি বলেন যে আগের মেসেজ পড়েন। এখন আমার প্রশ্ন হলো - পেমেন্টটা কি তার প্রাপ্য? আমি কি আমার পকেট থেকে তাকে পেমেন্ট করবো ?

1 Answer

0 votes
ago by (63,900 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

বিসমিল্লাহির রহমানির রহীম

জবাব,

আল্লাহ তায়ালা বলেন-

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُم بَيْنَكُم بِالْبَاطِلِ إِلَّا أَن تَكُونَ تِجَارَةً عَن تَرَاضٍ مِّنكُمْ ۚ وَلَا تَقْتُلُوا أَنفُسَكُمْ ۚ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا

হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তা’আলা তোমাদের প্রতি দয়ালু। (সূরা নিসা, আয়াত ২৯)

অন্যত্রে তিনি ইরশাদ করেন-

الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا ۗ وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا ۚ

যারা সুদ খায়, তারা কিয়ামতে দন্ডায়মান হবে, যেভাবে দন্ডায়মান হয় ঐ ব্যক্তি, যাকে শয়তান আসর করে মোহাবিষ্ট করে দেয়। তাদের এ অবস্থার কারণ এই যে, তারা বলেছেঃ ক্রয়-বিক্রয় ও তো সুদ নেয়ারই মত! অথচ আল্লা’হ তা’আলা ক্রয়-বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন। (সূরা বাকারা, আয়াত ২৭৫)

আল্লাহ তায়ালা বলেন-

فَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلَالًا طَيِّبًا وَاشْكُرُوا نِعْمَتَ اللَّهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ

অতএব, আল্লাহ তোমাদেরকে যেসব হালাল ও পবিত্র বস্তু দিয়েছেন, তা তোমরা আহার কর এবং আল্লাহর অনুগ্রহের জন্যে কৃতজ্ঞতা প্রকাশ কর যদি তোমরা তাঁরই এবাদতকারী হয়ে থাক। (সূরা নাহল, আয়াত ১১৪)

 তিনি অন্যত্রে বলেন-

وَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلَالًا طَيِّبًا ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي أَنتُم بِهِ مُؤْمِنُونَ

আল্লাহ তা’য়ালা যেসব বস্তু তোমাদেরকে দিয়েছেন, তন্মধ্য থেকে হালাল ও পবিত্র বস্তু খাও এবং আল্লাহকে ভয় কর, যার প্রতি তোমরা বিশ্বাসী। (সূরা মায়েদা, আয়াত ৮৮)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

না, প্রশ্নোক্ত ক্ষেত্রে কাজ না করে কাজের বিনিময় নেওয়া জায়েজ হবে না। প্রশ্ন উল্লেখিত ছুরতে যেহেতু তিনি আপনার কাজ সম্পূর্ণ করে দিতে পারেন নাই বিধায় তাকে তার পারিশ্রম দিতে আপনি বাধ্য নন। কারণ, কাজের বিনিময়ে টাকা। আপনার কাঙ্খিত কাজ না পাওয়ার কারণে তাকে টাকা দেওয়া  আবশ্যক নয়। 

তবে হ্যাঁ যেহেতু যে আপনার জন্য কিছুটা মেহনত করেছেন এবং সময় ব্যয় করেছেন। তাই অল্প কিছু টাকা তার বিনিময় হিসেবে তাকে দিতে পারেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...