আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
52 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
আসসালামু আলাইকুম উস্তায।

আমি বিবাহিতা। এক সন্তানের মা। আমার সন্তানের বয়স ২.৫ বছর। আমি বিয়ের আগে থেকেই শারিরীক উত্তেজনা বেশি অনুভব করি। আমার স্বামী সবসময় পুরন করতে সক্ষম হন না তবে তিনি চেষ্টা করেন বলে আমি সবর করি।
এখন আমার মূল যে সমস্যা হচ্ছে তা হলো, আমার বাচ্চাকে জন্মের পর থেকে ২ বছর পর্যন্ত দুধ পান করানোর বয়সে আমি দুধ পান করানোর সময় উত্তেজনা অনুভব করতাম। কামরস আসার মত উত্তেজনা না তবে আমার বিরক্তিভাব, অস্বস্তুি লাগত। এখন দুধ পান করার বয়স শেষ হয়ে গেছে। মাঝেমধ্যে বাচ্চা কাছে এসে আদর করতে চায় বা ঘুমানোর সময় বুকের কাছে এসে ঘুমাতে চায়। বাচ্চা বুকের কাছে এলে অর্থাৎ বুকের সাথে টাচ লাগলেই আমার উত্তেজনা অনুভব হয় যা খুবই অস্বস্তিকর। বিষয়টা শুধুমাত্র আমার বাচ্চার ক্ষেত্রেই, এমন না। বিয়ের আগে আমার বোনের ছেলেও এমন কাছে এসে আদর নিতে চাইতো, বুকে জড়িয়ে ধরতে চাইত। তখনও আমার এমন অনুভূত হতো। তখন আমি ক্লাস ৯/১০ এ পরতাম।
এখন আমি জানতে চাই যে, আমার এই উত্তেজনা অনুভবের কারনে কি আমার স্বামীর সাথে আমার বৈবাহিক সম্পর্কে কোন প্রভাব পরবে।

জাযাকাল্লাহ খইরন উস্তায।  মা'আসসালাম

1 Answer

0 votes
by (608,280 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ-

আলহামদুলিল্লাহ!

مبحث فيما تثبت به حرمة المصاهرة

-المصاهرة: وصف شبيه بالقرابة، ويتحقق في أربع: إحداها زوجة الابن، وهي تشبه البنت. ثانيهما: بنت الزوجة، وهي تشبه البنت أيضا، ثالثها: زوجة الأب، وهي تشبه الأم، رابعها: أم الزوجة، وهي تشبه الأم أيضا.

হুরমতে মুসাহারাহ চারজন ব্যক্তির ব্যাপারে সাব্যস্ত হবে। (১) পুত্রবধু- যা মেয়ের সাদৃশ্য গ্রহণ করে নেয় (২) স্ত্রীর মেয়ে- ইহাও মেয়ের সাদৃশ্য গ্রহণ করে নেয় (৩) পিতার স্ত্রী যা মায়ের সাদৃশ্য গ্রহণ করে নেয় (৪) স্ত্রীর মা- যা মায়ের সাদৃশ্য গ্রহণ করে নেয়। (আল-ফিকহু আলাল মাযাহিবিল আরবা'আহ-৪/৬১) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1233


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

প্রথম কথা হল, হুরমত সবার সাথে সাব্যস্ত হয় না। বরং নির্দিষ্ট সংখ্যক কিছু লোকের সাথে হুরমত সাব্যস্ত হয়ে থাকে। দ্বিতীয় কথা হল, নাবালকের সাথে হুরমত সাব্যস্ত হয় না এবং সহবাসের নিয়ত ব্যতিত এমনি এমনি কারো সাথে হুরমত সাব্যস্ত হয় না।

প্রশ্নের বিবরণ অনুযায়ী হুরমত সাব্যস্ত হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...