আসসালামু আলাইকুম,,
প্রশ্ন : ১ | স্বামী ব্যতীত যদি স্বামীর বাবা-মা অর্থাৎ শ্বশুর-শাশুড়ির সঙ্গে স্বামীর স্থায়ী গ্রামের বাড়িতে বেড়াতে যাই সেক্ষেত্রে আমি কি মুকিম হবো নাকি মুসাফির? সেখানে অবস্থানের নিয়ত ১৫ দিনের কম।
সফরের দূরত্ব ঢাকা থেকে ফেনী ।
প্রশ্ন : ২ | আমি যদি আমার নিজ স্থায়ী গ্রামের বাড়িতে বেড়াতে যাই সেক্ষেত্রে কি আমি মুকিম হব নাকি মুসাফির? সেখানে অবস্থানের নিয়ত ১৫ দিনের কম, এবং সফরের দূরত্ব ঢাকা থেকে চট্টগ্রাম ।
প্রশ্ন :৩।নিজের স্থায়ী বাবার গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ার পর সেখান থেকে আমি যদি ৩০ থেকে ৪০ মিনিটের একটি পথ সফর করি সেক্ষেত্রে আমি কি মুকিম হিসেবে সলাত আদায় করব নাকি মুসাফির?