ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া
বারাকাতুহু
বিসমিল্লাহির রহমানির রহীম
জবাব,
মুগীরাহ্ বিন শু’বাহ্ (রাঃ)থেকে বর্ণিত,
وَعَنِ الْمُغِيرَةِ بْنِ
شُعْبَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا
قَامَ الْإِمَامُ فِي الرَّكْعَتَيْنِ فَإِنْ ذَكَرَ قَبْلَ أَنْ يَسْتَوِي
قَائِما فليجلس وَإِنِ اسْتَوَى قَائِمًا فَلَا يَجْلِسْ وَلْيَسْجُدْ سَجْدَتَيِ
السَّهْو» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
ইমাম দু’ রাক্’আত সালাত (সালাত/নামায/নামাজ) আদায় করার পর (প্রথম বৈঠকে না বসে তৃতীয়
রাক্’আতের জন্যে) উঠে গেলে যদি সোজা দাঁড়িয়ে যাবার পূর্বে মনে হয় তাহলে সে যেন বসে
যায়। আর যদি সোজা দাঁড়িয়ে যায় তবে সে বসবে না (এবং শেষ বৈঠকে) দু’টি সাহু সিজদা্ (সিজদা/সেজদা)
করবে। (মিশকাত-১০২০,আবূ দাঊদ ১০৩৬, ইবনু মাজাহ্
১২০৮, ইরওয়া ৪০৮)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি
ভাই/বোন!
ফরয নামাযের শেষ রাকাতে বৈঠক না করে ভুলে দাঁড়িয়ে গেলে অতিরিক্ত
রাকাতের সিজদা না করা পর্যন্ত স্মরণ হওয়ামাত্র বৈঠকে ফিরে আসবে এবং সাহু সিজদার মাধ্যমে
নামায সম্পন্ন করবে। কিন্তু অতিরিক্ত রাকাতের সিজদা করে ফেললে নামাযটি
আর ফরয থাকবে না।
বিস্তারিত জানুনঃ- https://ifatwa.info/75396/
৪ রাকআত বিশিষ্ট ফরজ নামাজে ৪র্থ রাকআতের তাশাহুদ পড়ে ভুলে দাড়িয়ে
গেলে সেক্ষেত্রে সেজদার আগে মনে পড়লে সেজদাহ না করে বৈঠকে গিয়ে সেজদায়ে সাহু আদায় করে
নামাজ শেষ করে দিতে হবে।
৫ম রাকাতের সেজদাহ করে থাকলে সেক্ষেত্রে ৬ষ্ঠ রাকাতও আদায় করে
নিবে। এক্ষেত্রে ফরজ নামাজ আদায় হয়ে যাবে। আর দুই রাকাত নফল হবে। ফরজ নামাজটি আর আদায়
করতে হবেনা। তবে সাহু সিজদার মাধ্যমে নামায সম্পন্ন করবে। কারণ, সালাম ফিরানো ওয়াজিব এবং তা আদায় করতে বিলম্ব হওয়ার কারণে সাজদায়ে সাহু ওয়াজিব হবে।
হ্যাঁ যদি ৪র্থ রাকআতে বৈঠক না করেই দাঁড়িয়ে যায়, সেক্ষেত্রে
তার নামাজের ফরজিয়্যাত বাতিল হয়ে যাবে। পুনরায় ফরজ
নামাজ আদায় করতে হবে।