সম্মানিত উস্তাদ,
ফিকহুস সালাতে পড়েছি শেষ বৈঠক করা ফরজ ।তবে শেষ বৈঠক কেউ যদি ভুলক্রমে না করে ৫ম রাকাতে চলে গিয়ে সিজদা করার পূর্বে ফেরত আসে কিংবা সিজদা করে ফেল্লেও পরবর্তীতে আরো ১ রাকায়াত মিলিয়ে সর্বমোট ৬ রাকায়াতের পরে নামাজ সমাপ্ত করতে হবে । আর শেষ বৈঠক তথা ফরজ তরকের পরিপূরক হিসেবে সাহু সিজদা দিতে হবে ।
আমরা জানি নামাজে ফরজ হুকুম মিসিং হয়ে গেলে নামাজ বাতিল হয়ে যায় & ওয়াজিবের পরিপূরক হিসেবে সাহু সিজদা দিতে হয় । তবে এখানে মিসিং ফরজ হুকুম কে কিভাবে সাহু সিজদা দিয়ে কাভার করা হচ্ছে ? বিষয়টি যদি অনুগ্রহপূর্বক বুঝিয়ে দিতেন ।
জাজাকুমুল্লাহু খইর উস্তাদ।