আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমি জন্ম নিবন্ধন করতে চাচ্ছি। দাদির বাড়ি নেই তাই স্থায়ী ঠিকানা হিসেবে নানির বাড়িকেই বলা হয়, জন্মস্থানও ওটা কিন্তু ছোট থেকেই ঢাকাতে, সেখানে যাওয়া হয়না বললেই চলে। জন্মস্থানকে কেন্দ্র করে জন্ম নিবন্ধণ করতে চাইলে, বাবা মায়েরও জন্ম নিবন্ধন করা লাগবে বলে যদিও এমন নিয়ম আগে ছিলোনা আর মা-বাবার এনআইডিও আছে।
এখন ঢাকাতে স্থানীয় ফুপার এড্রেস স্থায়ী ঠিকানা হিসেবে দেয়া যাবে কি! ঢাকাতেই সবসময় থাকি কিন্তু বাড়ি নেই নিজেদের। জন্ম নিবন্ধনের জন্য এনআইডি বানানোর প্রসেসে যেতে পারছিনা। ঢাকাকে স্থায়ী ঠিকানা বললে কি মিথ্যা হবে?