আস সালামু আলাইকুম,
৬ জন মিলে এক জায়গা থেকে পাইকারী মাল এনে তাদের দোকানের নামে বিক্রি করে। এখন সেই ৬ জনের মাঝে কেউ যদি ব্যাক্তিগত ভাবে একই জায়গা থেকে মাল এনে তার নিজের নামে বিক্রি করে তাহলে সেই উপার্জন কি তার জন্য জায়েয হবে?
উল্লেখ্য, সে তাদের দোকানের নামে বিক্রি করছে না, ব্যাক্তিগত ভাবে যে মাল নিচ্ছে সেখানেও দোকানের নাম ব্যাবহার করছে না। আর তাদের মধ্যে 'এরকম করা যাবে না' মর্মে কোনো চুক্তি ও নেই। আর সে গোপনে ও করছে না।
জাঝাকাল্লাহ।