বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
payoneer কম্পানি তাদের মধ্যস্থতায় লেনদেন হওয়ার জন্য তারা গ্রাহকদেরকে কিছুটা বোনাস দিয়ে থাকে।
এর হুকুম তাই যা আমরা 1384 নং ফাতাওয়ায় ব্যাংক রেমিটেন্সে বোনাস কি বৈধ? শীর্ষক প্রশ্নের জবাবে বলেছিলাম যে,হ্যা এটা বৈধ।
তবে যেহেতু payoneer কম্পানির আয়ের উৎস কি? সেটা আমাদের অজানা।তাই জায়েয হলেও তাদের বোনাস গ্রহণ না করাই উত্তম।হ্য যদি জানা যায় যে,তারা হারাম মাধ্যমে উপার্জন করে,এবং ঐ উপার্জন থেকে বোনাস দিয়ে থাকে,তাহলে এমতাবস্থায় ঐ বোনাস গ্রহণ কখনো জায়েয হবে না।
(২)
যদি এটা নিশ্চিত হয় যে,তারা সুদি কারবারে লিপ্ত রয়েছে।এবং ঐ সুদ থেকেই তারা বোনাস দিয়ে থাকে,তাহলে এমতাবস্থায় ঐ বোনাস গ্রহণ জায়েয হবে না।
(৩)
Freepik company তে halal graphic দিয়ে রাখলে যে যার ইচ্ছে মত downloed করলে freepik company তাকে per downloed এর জন্য ০.১১ডলার করে দিয়ে থাকে,এখানে যেহেতু আপনাকে তারা বিনিময় হিসেবে ঐ ডলারগুলো দিচ্ছে,তাই তা জায়েয হবে।শর্ত হল,আপনাকে halal graphic design তথায় রাখতে হবে।
(৪)
তারা শুধু আপনাকে per downloed এর জন্য ০.১১ ডলার দিবে,এটাও একধরণের চুক্তি।বিধায় এসব টাকা আপনার জন্য হালাল হবে।