আমার অনেক গ্যাস এর সমস্যা হয়। এখন আমি সাধারণ ভাবে হালকা কিছু মনে হলে নামাজ ছেড়ে উজু করি । কিন্তু আজকে কয়েকবার উজু করার পর ও আমার নামাজে অনেক বেশি চাপ আসে তাও আমি নামাজ পরি কিন্তু খুব সতর্ক ছিলাম তাও উঠতে বসতে এমন হচ্ছিল হয়তো হালকা কিছু বের হয়েছে আবার আমর খুব বায়ু চাপ ছিল তখন হালকা করে সামনে দিয়ে কিছু ফিল করলাম তাও ভাবলাম আর না এটা হয়তো উজু নষ্টের কারণ না । এখন ভয় লাগতাসে আমার সন্দেহ না এটা তবে বুঝি না এটা কি আসলে উজু নষ্টের কারণ । আমি জানি সন্দেহর হাদিস টি তবে আমার মনে হয় এটা বায়ু ছাড়া আর কি হবে এইরকম হয়তো বায়ু ছিল । আবার মনে হয় আমি বুঝেও তো ইচ্ছা করে নামাজ পড়তাছে না এটার জন্য এ তো দুনিয়াতে আসছি । আমাকে দয়া করে বুঝিয়ে দিন আপনারা আমার জায়গায় হলে কি করতেন । মাঝে মাঝে মনে হয় আমি শিওর এটা বায়ু আবার একটু পর মনে হয় না । আমাকে একটু সাহায্য করেন । আমি যদি নামাজ রিপিট না করে আমি হাজবেন্ড সাথে কথা বলি ,অন্য কাজ করি আমার মনে হয় আমি শিরক আল মহাব্বা করতেসি ।কি করবো আমি।