আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ,
আমি মনে মনে নিয়ত করি যে আগামী কাল আল্লাহর জন্য রোজা রাখবো(মুখে কিছু বলিনি)। কিন্তু,হঠাৎ একটি জরুরী কাজ সামনে চলে আসায় রোজাটি রাখা আমার জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।আমাকে কি আগামীকাল রোজা টি রাখতেই হবে?
নাকি আমার জন্য পরে রাখার সুযোগ আছে?