আসসালামু আলাইকুম, আমি ২য় বর্ষের(বিএসসি) একজন ছাত্র। ২০২৪ সালে বিয়ে করি।আমার ওয়াইফের বাবা ও ভাই নেই, উনিও স্টুডেন্ট। বিয়ের সময় আমার বাড়িতে মা-বাবার সাথেই থাকার বিষয়ে কথাবার্তা ফাইনাল হয়। এখন আমার নিজের মা, ও বউ এর সাথে ঘরের কাজ নিয়ে, মা সবসময় কথা শুনায় বউ কে। বউ আলহামদুলিল্লাহ ধৈর্য্য রাখার পর ও এখন এইটা অনেক দূর চলে গেছে বা আমার শ্বাশুড়ি ও অপমানের স্বীকার হয়েছে । কিন্তু আমার মা'কে কিছুতেই বোঝাতে পারি না,আমাকে বদদোয়া দেয়৷ খাওয়া থেকে শুরু করে সব কিছুতেই আমার বউ কে আমি রক্ষা করতে পারতেছি না আবার সেরকম সামর্থ্যও নেই যে আলাদা বাসা ভাড়া নিয়ে চলবো।(তাছাড়া নিজেদের বাসায় অন্য ইউনিটে থাকলেও বিপদের আশংকা করি) আল্লাহ আমার মা'র উপর খুশি হন কিন্তু উনি যৌতুকের বিষয়েও মন খারাপ করে রাখে।
এখন পড়াশোনা শেষ করা পর্যন্ত আমার স্ত্রীকে কি আমার শ্বাশুড়ির সাথে, তাদের বাসায় রাখতে পারবো,স্বামী-স্ত্রী কি এভাবে আলাদা থাকতে পারে!!! কিংবা মা-বাবার সাথে আমার আচরণের বিধান কেমন হবে?? জানবেন প্লিজ