আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
22 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (7 points)
আসসালামু আলাইকুম ।

আমি আলিম কোর্স কমপ্লিট করেছি কিছুদিন আগে তখন স্বামির পক্ষ থেকে নিষেধাজ্ঞা ছিলো না ।

আমি উনার সংসারের দায়িত্ব পালন করে যেটুকু সময় ইউটিব ফেসবুকে ভিডিও দেখে কাটাতাম সেই সময়টা দ্বীনি শিক্ষায় কাটাই কেননা এতে আমার গুনাহ হয়না সারাদিন আমলের সাথে লেগে থাকতে পারি আলহামদুলিল্লহ।
কিন্তু উনি উনার মায়ের কথা শুনে বিদেশে থাকার কারনে সব বিশ্বাস করে।উনাদের কথা বিশ্বাস করে আমার উপর কঠরতা অর্পণ করে আমার সাথে মাসের পর মাস কথা বলেনা।আমার কি প্রয়োজন না প্রয়োজন কখনো জিজ্ঞেসও করে না ।

গত কাল রাতে মেসেজ দিয়ে কয়েকটা শর্ত দিয়েছে একটার মধ্যে  বলছে আমার অনলাইন অপলাইন সকল পড়াশুনা বন্ধ করতে পারলে শশুড় বাড়িতে যেতে না হলে যেতে না ।
কিন্তু আমি অবশর টাইম গুলি দ্বীনি শিক্ষার মধ্যে না কাটালে গুনাহের মধ্যে চলে যাই কেননা ভিডিও দেখলে কন্টেন্টের মধ্যে মিউজিক থাকে এগুলা এড়ানো যায় না ।এছাড়াও আমার আল্লাহর কালাম বুঝার জন্য আরবি ভাষা দক্ষতা অর্জন করার অনেক ইচ্ছে যাতে আল্লাহর কালাম নিজেই অনুবাদ করতে পারি ।
এখন আমি কি উনার থেকে লুকিয়ে দাওরা হাদিসে ভর্তি হতে পারবো ?

1 Answer

0 votes
ago by (63,330 points)
edited ago by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

কোন স্বামীর জন্য তার স্ত্রীকে ইসলাম সম্পর্কে জ্ঞানার্জনে বাধা দেয়া বৈধ নয়। বরং তার জন্য আবশ্যক হল, সে নিজে তার স্ত্রীকে দ্বীন সম্পর্কে জ্ঞান দান করবে। নিজে না পারলে অন্যভাবে ইলম অর্জনে উৎসাহিত করবে। কেননা আল্লাহ তাআলা বলেন:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا

"হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর।" (সূরা তাহরীম: ৬)

আর এ কথা বলার অপেক্ষা রাখে না, দ্বীন ইলম অর্জন করা জাহান্নামের আগুন থেকে বাঁচার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম।

 কিন্তু স্বামী যদি তার উপর অর্পিত দায়িত্ব পালন না করে উল্টা তার স্ত্রীকে দ্বীনী ইলম অন্বেষণে  বাধা দেয় বা অনুৎসাহিত করে তাহলে এ ক্ষেত্রে তার নিষেধাজ্ঞা মান্য করা স্ত্রীর জন্য আবশ্যক নয়। কারণ ইলম অন্বেষণ করা আল্লাহর পক্ষ থেকে ফরজ। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

طلب العلم فريضة على كل مسلم

"ইলম অন্বেষণ করা প্রত্যেক মুসলিমের জন্য ফরয।"

 আর আল্লাহর অবাধ্যতা করে সৃষ্টির আনুগত্য করা জায়েয নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:

لاَ طَاعَةَ في مَعْصِيَةِ الله ، إِنَّمَا الطَّاعَةُ فِي المَعْرُوفِ

."স্রষ্টার অবাধ্যতা করে সৃষ্টির আনুগত্য করা বৈধ নয়। আনুগত্য হবে কেবল ভালো কাজে।।"(সহীহ বুখারী হা/৬৮৩০ ও মুসলিম হা/১৮৪০)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!

ইলম চর্চা করতে গিয়ে যেন স্বামীর হক নষ্ট না হয় বা বাড়ির প্রয়োজনীয় কাজ-কর্মে বাধা সৃষ্টি না হয় অথবা এমন পন্থা অবলম্বন না করা হয় যা তাকে ফিতনার দিকে টেনে নিয়ে যায়। ফরয পরিমাণ ইলম শিক্ষা করা যেহেতু জরুরী বা ফরজ। আর সেই পরিমাণ ইলম যদি আপনার না থাকে তাহলে আপনি প্রশ্নোক্ত ক্ষেত্রে স্বামী নিষেধ করার পরও দ্বীনী ইলম অর্জন করতে পারবেন। তবে এই ক্ষেত্রেও স্বামীকে বুঝিয়ে রাজী করানোর আপ্রান চেষ্টা করতে থাকবেন এবং তিনি যখন কথা বলতে বা সময় দিতে চাবেন তখন ছাড়া অবসর সময়গুলোতে ইলম অর্জন করবেন।

 সুতরাং জ্ঞানান্বেষণে আগ্রহী স্ত্রীর জন্য করণীয় হল, স্বামীকে জ্ঞানার্জনের প্রয়োজনীয়তা সম্পর্কে বুঝানোর চেষ্টা করার পাশাপাশি  উপরোক্ত বিষয়গুলো লক্ষ রেখে যথাসাধ্য দ্বীনের জ্ঞান চর্চা অব্যাহত রাখা। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...