আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
24 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (39 points)

১. যদি কোনো মুসলিম বারবার আমার সম্মানকে বিনষ্ট করে আমার জীবনে সে পেরেশানির নিয়ে আসে। আমাকে বারবার ফাসিয়ে দেয় তাহলে কি উনার থেকে বাঁচার জন্য উনার সাথে কথা বাদ দিতে পারবো? উনাকে এড়াতে চাচ্ছি। আমাকে মেসেজ দিলে কথা বলবো কিন্তু আমি নিজে থেকে বলতে চাচ্ছি না আমার সাথে এগুলা করার পর বারবার। 

২. আমি ব্লক করে দিয়েছিলাম এতে কি গুনাহ হবে? পরে আনব্লক করেছি। কেননা বারবার তিনি এমন করছিলেন।

৩. যাকে ব্লক করেছিলাম উনি আমাকে ফাসানোর আগে বারবার আমার থেকে আদায় করে নিচ্ছিলেন যেন উনাকে ব্লক না দেই এখন আমার মনে নেই আমি কি ইন শা আল্লহ ব্লক দিব না বলেছিলাম কিনা! এখন আমি যে ব্লক করেছিলাম এতে কি ওয়াদা ভঙ্গ হবে? কেননা উনার দ্বারা বারবার আমি ক্ষতি সম্মুখীন হচ্ছিলাম এবং আমার ইলমে দ্বীনের পথ সংকীর্ণ হয়ে যাচ্ছিলো।

1 Answer

0 votes
by (606,420 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মুল্লা আলী কারী রাহ লিখেন,
وَأَجْمَعَ الْعُلَمَاءُ عَلَى أَنَّ مَنْ خَافَ مِنْ مُكَالَمَةِ أَحَدٍ وَصِلَتِهِ مَا يُفْسِدُ عَلَيْهِ دِينَهُ أَوْ يُدْخِلَ مَضَرَّةً فِي دُنْيَاهُ يَجُوزُ لَهُ مُجَانَبَتُهُ وَبُعْدُهُ، وَرَبَّ صَرْمٍ جَمِيلٍ خَيْرٌ مِنْ مُخَالَطَةٍ تُؤْذِيهِ.
উলামাগণ একমত যে, কারো সাথে কথা বললে বা মিলিত হলে যদি তার দ্বীন নষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা বা তার দুনিয়া তার জন্য কষ্টকর হবে বলে ধারণা হয়, তাহলে এমন মানুষ থেকে দূরে থাকার জায়েয রয়েছে।অনেক সম্পর্ক বর্জন বা দূরত্ব এমন রয়েছে যা মিলিত হওয়ার চেয়ে অনেক উত্তম।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/61503

আত্মীয়তার সম্পর্ক নিয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1577

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) যদি কোনো মুসলিম বারবার কারো সম্মানকে বিনষ্ট করে তকর জীবনে পেরেশানির নিয়ে আসে এবং তাকে বারবার ফাসিয়ে দেয়, তাহলে উনার থেকে বাঁচার জন্য উনার সাথে কথা বলা পরিত্যাগ করা যাবে। 

(২) প্রশ্নের বিবরণমতে তাকে ব্লক করে দিলে কোনো গোনাহ হবে না। 

(৩) প্রশ্নের বিবরণ অনুযায়ী কথা বলা পরিত্যাগ করার কারণে ওয়াদা ভঙ্গ করা হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/663


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...