বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্বামীর গ্রামের বাড়ীতে স্ত্রী মুকিম না মুসাফির?
(১৫ দিনের কম থাকার নিয়তে)
স্ত্রী যদি তার স্বামীর ওয়াতানে আসলি তথা পৈত্রিক ভিটা় বাড়ীতে যায়, তাহলে স্বামীর তাবে হিসেবে স্ত্রী তখন মুকিম হিসেবে গণ হবে। তবে স্ত্রী যদি কখনো একাকি তার স্বামীর পৈত্রিক ভিটা বাড়ীতে যায়, তাহলে সে মুসাফির হিসেবে গণ্য হবে।
وفي الفتاوی السراجیۃ:
’’الأصل أن من کان تبعا لإنسان بحیث یلزمہ طاعتہ یصیر مقیما بإقامتہ کالمرأۃ مع زوجھا‘‘.(کتاب الصلاۃ، باب صلاۃ المسافر: ٧٨، مکتبۃ الزمزم)
وفي التنویر مع رد المحتار:
’’(والمعتبر نیۃ المتبوع)؛ لأنہ الأصل (لا التابع کامرأۃ) وفاھا مھرھا المعجل‘‘.
’’قولہ: (لانہ الأصل) فھو المتمکن من الإقامۃ والسفر.
قولہ:(وفاھا مھرھا المعجل) وإلا فلا تکون تبعا لأن لھا أن تحبس نفسھا عن الزوج للمعجل دون المؤجل ولا تسکن حیث یسکن بحر‘‘.(کتاب الصلاۃ، مطلب في الوطن الأصلي ووطن الإقامۃ: ٢/ ٧٤٣، دار المعرفۃ).فقط.واللہ تعالیٰ اعلم بالصواب.
دارالافتاء جامعہ فاروقیہ کراچی
فتویٰ نمبر:176/263
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ঢাকা থেকে সফরের দুরুত্বে সফরের নিয়তে মেয়েরা নিজের স্বামীর সাথে শশুরবাড়ি গেলে,নখন মুকিম হিসেবে গণ্য হবে। মেয়ের শশুর বাড়ি এবং বাবার বাড়ি পাশাপাশি হলে,মেয়ে পরবর্তীতে শশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে গেলে, তখন বাবার বাড়িতেও কসর আদায় পড়বে। তবে ১৫ দিন থাকার নিয়ত করলে তখন পূর্ণ নামায পড়বে।