আসসালামু আলাইকুম।
আমরা ক্লাস শেষ করার পর জরিমানার টাকা দিয়ে দুপুরের খাবার খাই। সবাই উপ্সথিত ছিলাম। তবে ২ জন অথবা ১ জন উপস্থিত ছিলো না। এর মধ্যে একজনকে স্যার বলেছেন যে, আমরা আপনার টাকা দিয়ে দুপুরে খাবার খেয়ে ফেলেছি। তবে জানি না ওনি মন থেকে মাফ করেছেন কি না! তবে, তিনি যখন ক্লাসে ডোকেন তখন তিনি বলেছিলেন, আমার ৬০ ৳ আমি নিয়ে নেই(স্যার ক্লাসে ছিলেন না)।
আর ২ য় জন জরিমানা দিয়েছিল কি না আমি সিউওর না। আবার তিনি কয়দিন ক্লাস করে আর আসেও নাই। আবার হিন্দু মেয়েও। গ্রুপে হয় তো নাম্বার আছে কিন্যু এইবগ্রুপে আরোও কয়েক জন মেয়ে আছে। তাছাড়া স্যার কে জিজ্ঞাসা করলেও স্যার ডং করে মিথ্যা বলে উড়িয়ে দিবে। জিজ্ঞাসা করেছিলাম, সবাই জেসে উড়িয়ে দিছে।
এখন যিনি ৬০৳ জরিমানা দিছেন, তার এবং অই হিন্দু মেয়ের কিভাবে হক্ব আদায় করবো,। বি:দ্র: হিন্দু ম্মেয়ে কত টাকা দিছে তাও জানি না, আব্র জরিমানা দিছেও করি সিইওর জানি না